বুধবার, ২৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ৯, ২০২৫ by

সাবেক পৌর মেয়র ঝালুসহ জেলায় আওয়ামী লীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার সাবেক মেয়র আব্দুর রশিদ খান ঝালুসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গত বৃহস্পতিবার দিবাগত রাতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সদর উপজেলায় ৪জন, শিবগঞ্জ উপজেলায় ২ জন, নাচোলে ৫জন, গোমস্তাপুরে ১ জন ও ভোলাহাটে ১ জনকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি)রা এই তথ্য নিশ্চিত করেছেন।
সদর থানার অফিসার ইনচার্জ মো. মতিউর রহমান জানান, ২০২৪ সালের ২২ আগস্ট চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় দণ্ডবিধির বিভিন্ন ধারাসহ বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মাঝপাড়ার মো. এরফান আলী খানের ছেলে আওয়ামী তাঁতী লীগ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুল খান জনি (৩৪), জনির ভাই জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সহসভাপতি মো. ইমরান খাঁন (২৮), মহারাজপুর ডোল পাড়ার ফেরেশতুল্লাহর ছেলে ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ক্রিড়া সম্পাদক মো. কাশেদ আলী মাস্টার (৪০) ও আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তি রামকৃষ্টপুর শান্তির মোড় এলাকার মৃত আলহাজ্ব আব্দুর রাজ্জাকের ছেলে মো. হাম্মাদ (৭০)।
অন্যদিকে নাচোল অফিসার ইনচার্জ মো. মনিরুল ইসলাম জানান, পূর্বের একটি মামলায় নাচোল পৌরসভার সাবেক মেয়র মো. আব্দুর রশিদ খাঁন ঝালুসহ ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার সাবেক এই মেয়র নাচোল বাজারের মৃত আব্দুল্লাহ মিয়ার ছেলে। তিনি নাচোল পৌর আওয়ামী লীগের সভাপতি।
গ্রেপ্তারকৃত ৪জন হচ্ছেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নাচোল উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাজীডাঙ্গা গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মো. ফিরোজ হাসান তারিফ, মুরাদপুর গ্রামের মো. আনারুল ইসলাম ওরফে ঝাইটনের ছেলে নাচোল উপজেলা যুবলীগের সদস্য মো. রনি আহম্মেদ, যুবলীগ সদস্য হাজীডাঙ্গা গ্রামের মো. আতাউর রহমানের ছেলে মো. আরিফ হোসেন ও মাক্তাপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে মো. শফিকুর রহমান। শফিকুর রহমান নাচোল ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া জানান, মরদানায় দুই গ্রুপের মধ্যে পূর্বের একটি মারামারি ঘটনায় দায়ের হওয়া মামলায় ২জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন শ্যামপুর ইউনিয়নের ওমরপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে ও উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি আল মামুন (৪০) ও কানসাট ইউনিয়নের মিলিক মোড়ের তালেব উদ্দিন আহমেদের ছেলে ও বঙ্গবন্ধু পরিষদ, কানসাট ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদ টিটু।
অন্যদিকে গোমস্তাপুরে পূর্বের মারামরির একটি মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি উপজেলার চৌডালা ইউনিয়নের সাহেবগ্রামের শরিফুল ইসলামের ছেলে নাজমুল আলম (২৮)।
ভোলাহাট থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, আওয়ামী লীগ কর্মী গোহালবাড়ি গ্রামের তুষার আলীকে পূর্বের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

About The Author

শেয়ার করুন