সাবেক এমপি হাজী মকবুল আর নেই

114

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সাবেক সংসদ সদস্য হাজী মকবুল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
রবিবার (২৪ মে) রাত ৯টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার ব্যক্তিগত সহকারী ফজলুর রহমান জানান, ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ৯টার দিকে হাজী মকবুল হোসেন ইন্তেকাল করেন।
উল্লেখ্য, ১৯৯৬-২০০১ মেয়াদে ধানমন্ডি-মোহাম্মদপুর আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মকবুল বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাজী মকবুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। পৃথক বার্তায় তারা এ শোক প্রকাশ করেন। শোক বিবৃতিতে তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।