সাবার ভিন্নরূপ

87

06-Saba

ক্যারিয়ারে অনেকটা সময় পার করে দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। টিভি পর্দার মাধ্যমে ক্যারিয়ার শুরু করলেও চলচ্চিত্রকে বরাবরই প্রাধান্য দিয়ে এসেছেন তিনি। করেছেন একাধিক চলচ্চিত্রে অভিনয়ও। এ পর্যন্ত যে কটি ছবিতে অভিনয় করেছেন প্রতিটিতেই আশানুরূপ সাফল্য পেয়েছেন তিনি। সেই ধারাবাহিকতায় আগামী মাস থেকে নতুন একটি ছবির কাজ শুরু করতে চলেছেন সাবা। শিশুতোষ এ চলচ্চিটির নাম ‘প্রাচীর পেরিয়ে’। এতে ভিন্নরূপে দেখা যাবে সাবাকে। তার অভিনীত অন্য ছবিগুলোতে নায়িকা হিসেবে উপস্থিতি থাকলেও এখানে সাবা থাকছেন অতিথি শিল্পী হিসেবে। অবশ্য শাহনূর খান রিপনের পরিচালনায় এ ছবিতে কোনো নায়িকার চরিত্রও নেই। ছবিতে একটি গানের পারফরম্যান্সেও দেখা যাবে সাবাকে। এ প্রসঙ্গে তিনি বলেন, ক্যারিয়ারে অনেক ছবিতেই নায়িকা হিসেবে অভিনয় করেছি। এ ছবিটির গল্প তো পুরোটাই শিশুদের ওপর। এখানে নায়িকার বিষয়টি আসছেও না। অতিথি হিসেবে এতে কাজ করছি। এবারই প্রথম এ ধরনের একটি চরিত্রে অভিনয় করা। আগামী মাসেই ছবির শুটিং শুরু হবে। এদিকে কিছুদিনের মধ্যেই সাবা শুরু করতে যাচ্ছেন নতুন ছবি ‘দৌড়’-এর কাজ। এটি পরিচালনা করবেন মুরাদ পারভেজ। চলচ্চিত্রের পাশাপাশি টিভি নাটকেও নিয়মিত অভিনয় করছেন সাবা।
সমপ্রতি ‘বধূদর্শন’ নামের একটি খ- নাটকে অভিনয় করেছেন তিনি। এর মধ্য দিয়ে ১৫ বছর পর জনপ্রিয় অভিনেত্রী রোকেয়া প্রাচীর সঙ্গে কাজ করলেন সাবা। ২০০১ সালে একুশে টিভিতে ‘বিপ্রতীপ’ নাটকে একসঙ্গে কাজ করেছিলেন তারা। এর পর দীর্ঘ সময়ে পর্দায় তাদের একসঙ্গে দেখা মেলেনি। খ- নাটক ছাড়া ধারাবাহিকেও নিয়মিত অভিনয় করছেন সাবা। বর্তমানে তার অভিনীত ‘সাতটি তারার তিমির’ ধারাবাহিকটি এটিএন বাংলায় প্রচার হচ্ছে। নাটকটি পরিচালনা করেছেন আফসানা মিমি।