সাপে কাটার ৫ দিন পর হাসপাতালে মৃত্যু মনিরুলের

41

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সাপে দংশন করা রোগী মনিরুল ইসলাম (৩৮) নামে এক যুবক ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গত শনিবার রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান।
এর আগে গত সোমবার বেলা ১১টার দিকে রাধানগর ইউনিয়নের বিলপাথার বিলে আবাদি জমি দেখতে গিয়ে সাপের দংশনের শিকার হন তিনি। মৃত ব্যক্তি উপজেলার রাধানগর ইউনিয়নের জশৈল নামোপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। রবিবার সকালে নিজ গ্রামে তার দাফন সম্পন্ন করা হয়েছে।
স্থানীয়রা জানায়, জশৈল গ্রামের কৃষক মনিরুল ইসলাম মুনি গত সোমবার সকালে বিলপাথার বিল এলাকায় তাদের পারিবারিক আবাদি জমি দেখতে যান। একপর্যায়ে জমিতে ঘোরাঘুরি করার সময় জমির আইলে তাকে সাপে দংশন করে। ওই সময় তিনি সাপে দংশন করেছে বলে চিৎকার দেন। তার চিৎকারে মাঠের অন্য কৃষকরা ছুটে এসে দেখেন মনিরুলকে সাপে দংশন করেছে। প্রাথমিকভাবে তারা দংশনের উপরের অংশ বেঁধে দেন। পরবর্তীতে পরিবারের লোকজন তাকে রহনপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। ওখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টার দিকে মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিবার সকালে মনিরুলের নিজ গ্রাম জশৈল হাই স্কুলে জানাজা শেষে ওই গ্রামের গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।