Last Updated on ডিসেম্বর ৩, ২০২৪ by
সানশাইন সম্পাদক তসিকুল ইসলাম বুকলের ইন্তেকাল
রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সানশাইন পত্রিকার সম্পাদক তসিকুল ইসলাম বকুল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সকাল ৮টার দিকে রাজশাহী মহানগরীর মেহেরচন্ডী এলাকায় নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
এর আগে গত রবিবার দিবাগত রাতে রাজধানী ঢাকার ইসিবি চত্বর এলাকায় তার ছোট ছেলে শরিফ উল ইসলামের বাড়িতে এশার নামাজ শেষ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরিবারের অন্য সদস্যরা তাকে দ্রুত ইস্ট-ওয়েস্ট হাসপাতালে নিয়ে যান। সেখানেই তার সিটি স্ক্যান করা হয়। চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে ম্যাসিভ রক্তক্ষরণ হয়েছে। কোনোভাবেই কোনো কিছু করা সম্ভব নয় বলে চিকিৎসকরা পরিবারকে জানিয়ে বাড়ি নিয়ে যাওয়ার কথা বলেন। গত সোমবার দিবাগত রাতে তসিকুল ইসলাম বকুলকে ঢাকা থেকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকা থেকে রাজশাহীর নিজ বাড়িতে নিয়ে আসা হয়। সেখানেই মঙ্গলবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
তসিকুল ইসলাম বকুলের পিতা মাজহারুল ইসলাম ও মাতা উম্মেল খায়ের। তার জন্মস্থান চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিস্ত্রিপাড়ায়। স্কুল ও কলেজ জীবন চাঁপাইনবাবগঞ্জে কাটলেও তিনি অনার্স ও মাস্টার্স করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে। তিনি চারুকলা বিভাগের শিক্ষার্থী ছিলেন।
ছোট থেকেই লেখালেখির প্রতি ঝোঁক ছিল তসিকুল ইসলাম বকুলের। লেখাপড়ার পাঠ চুকিয়ে তিনি সাংবাদিকতায় মনোনিবেশ করেন। বাংলাদেশ বেতার রাজশাহীর নিউজ বিভাগে তিনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন। দৈনিক বার্তা, দৈনিক সোনালী সংবাদেও কাজ করেছেন তিনি। সর্বশেষ তিনি দৈনিক সানশাইনে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দি নিউ নেশন, ইউএনবি’র চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন তিনি। এছাড়াও আরো বেশকিছু সংবাদ মাধ্যমে কাজ করেছেন তিনি। তসিকুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সদস্য ছিলেন। তিনি রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তার দুই ছেলে সরাফাতুল ইসলাম ও শরিফ উল ইসলাম, স্ত্রী শরিফা ইয়াসমিন, দুই নাতনি মরিয়াম আয়াত ও মরিয়াম আমায়াসহ অসংখ্য আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ জোহর মেহেরচন্ডী মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে চকপাড়া গোরস্থানে দাফন করা হয়।
মরহুমের বিদেহী আত্মার মাগরিফাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
এদিকে তসিকুল ইসলাম বকুলের রুহের মাগফিরাত কামনা করে আজ বুধবার বাদ মাগরিব দৈনিক সানশাইন পত্রিকা অফিসে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। রাজশাহী এডিটরস ফোরামের সকল সম্পাদককে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
গুণী এ সাংবাদিকের মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দৈনিক গৌড় বাংলার সম্পাদক ও প্রকাশক হাসিব হোসেন, বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখার সভাপতি মো. শরিফুল ইসলাম তোতা ও সাধারণ সম্পাদক মো. সামাদ খান, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু ও সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি শহীদুল হুদা অলকসহ আরো অনেকেই। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।