Last Updated on নভেম্বর ৭, ২০২৪ by
সাতক্ষীরায় ট্রাকের চাপায় নিহত মোটরসাইকেলের ৩ আরোহী
সাতক্ষীরায় ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা তিন আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোরের ঝিকরগাছার আকবর আলী গাজীর ছেলে আরিজুল গাজী (২৮), সাতক্ষীরার তালার শামসুর কবিরের ছেলে আসাদুল ইসলাম ফকির (৫৫) ও একই উপজেলার সুজনশাহা গ্রামের আবদুল আজিজের ছেলে আবদুস সেলিম (৩৫)।
বিসিক শিল্পনগরী এলাকার অ্যাডভোকেট আবদুর রহমান কলেজ মসজিদের মোয়াজ্জিন জানান, তিনি ফজরের আজান দিতে মসজিদে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বাইরে একটি বিকট শব্দ হয়। আজান শেষে তিনি কলেজের দুই সিকিউরিটি গার্ডকে নিয়ে বাইরে এসে দেখেন দুর্ঘটনাকবলিত তিনজন লোক পড়ে আছেন।
সাতক্ষীরা থানার এসআই বিশ্বজিৎ সরকার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলে ট্রাক কোম্পানি আইশা মোটরসের লোগো পড়ে থাকায় ধারণা করা হচ্ছে, ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষেই এ ঘটনা ঘটে।
সাতক্ষীরা সদর থানার ওসি মো. শামিমুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। লাশ উদ্ধারের কাজ চলছে।