মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ২৪, ২০২৪ by

সাড়ে চারশ কোটির নেকলেসে নজর কাড়লেন প্রিয়াঙ্কা

বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ইতালির বিলাসবহুল ফ্যাশন সংস্থা বুলগারির ১৪৯তম বার্ষিকী উপলক্ষে গালা ডিনারের অংশ নিয়েছিলেন। সেই অনুষ্ঠানে বুলগারির নতুন অমূল্য কিছু গয়না ও ঘড়ির কালেকশন প্রথমবারের মতো জনসমক্ষে আনা হয়েছে। তাদের এই বিশেষ কালেকশনের প্রতিটির মূল্য আকাশছোঁয়া। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ইতালির ফ্যাশন হাউজ বুলগারির জন্য ফটোশুট করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রামে সেসব ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী, যেখানে খোলামেলা পোশাকের পাশাপাশি বুলগারি ব্র্যান্ডের মুল্যবান হীরার নেকলেস পরে মুগ্ধতা ছড়িয়েছেন অভিনেত্রী। ছবিতে দেখা যায়, সাদা-কালো গাউন ও ১৪০ ক্যারেটের হিরের নেকলেসে প্রিয়াঙ্কা মোহময়ী রূপে ক্যামেরাবন্দি হয়েছেন। জানা যায়, অভিনেত্রীর গলার এই নেকলেসের দাম প্রায় ৪৩ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় এটির মুল্য প্রায় সাড়ে চারশ কোটি টাকা। এই নেকলেসটি তৈরি করতে সময় লেগেছে প্রায় ২৮০০ ঘণ্টা। যেখানে সেভেন পিয়ার শেপ কাটের হীরা ব্যবহার করা হয়েছে। পুরো নেকলেসটি তৈরি করতে ছোট-বড় মিলিয়ে প্রায় ৬৯৮টি হীরা ব্যবহার করা হয়েছে। নেকলেসটির বেস তৈরি হয়েছে প্ল্যাটিনাম দিয়ে। দামী এই নেকলেসের সঙ্গে হীরা দিয়ে তৈরি ব্রেসলেটও হাতে পরেছেন তিনি। রোমে অনুষ্ঠিত বুলগারির এই বিশেষ ইভেন্টে প্রিয়াঙ্কার পাশাপাশি অনুষ্ঠানে হাজির ছিলেন অ্যানি হ্যাথওয়ে, লিউ ইফিইয়ের মতো অভিনেত্রীরাও। অনুষ্ঠানে অন্যান্য অভিনেত্রীদের উপস্থিতি থাকলেও প্রিয়াঙ্কার সাজ নজর কেড়েছে সকলের।

About The Author

শেয়ার করুন