চাঁপাইনবাবগঞ্জে ১ম থেকে ৫ম শ্রেণির ১১৯ কৃতী শিক্ষার্থীকে ‘সাজেনূর বেগম বৃত্তি’ প্রদান করা হয়েছে। বুধবার সকালে জেলা শহরের নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এসব বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ ও সনদপত্র তুলে দেয়া হয়। শিক্ষক সমিতি, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম। বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহা. হারুন-অর-রশিদ, সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আব্দুল খালেক, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক তরিকুল আলম।
বৃত্তি প্রদান অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব সাজেনুর বেগম। অনুষ্ঠানে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের কৃতী শিক্ষার্থীদের মধ্যে প্রথম শ্রেণির ২১ জন, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ১৯ জন করে, চতুর্থ শ্রেণির ৩০ জন, পঞ্চম শ্রেণির ২৭ জন এবং বিশেষ পরীক্ষার তিনজনসহ মোট ১১৯জনকে বৃত্তি প্রদান করা হয়। এসময় বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নবাবগঞ্জ জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে আতিয়া ও ন্যাশনাল প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষক আরিফুজ্জামান।