বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ৭, ২০২৪ by

সাইলেজ প্রযুক্তি হস্তান্তর ২২ খামারির কাছে

মানসম্মত গোখাদ্য সরবরাহের মাধ্যমে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির লক্ষে স্থানীয় খামারিদের মধ্যে বিভিন্ন আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে কাজ করছে প্রাণিসম্পদ অধিদপ্তর। এরই অংশ হিসেবে প্রাণীপুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও লাগসই প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল উপকারভোগীদের মধ্যে সাইলেজ প্রযুক্তি বিতরণ করেছে।
বৃহস্পতিবার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২২ জন খামারিকে সাইলেজ তৈরির সরঞ্জাম হস্তান্তরের পাশাপাশি তাদেরকে ব্যবহারিক প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষণে উপস্থিত ছিলেন- জেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. গোলাম মোস্তফা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. ইয়ামিন আলী ও উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. আখতারুজ্জামান।
অনুষ্ঠানে জানানো হয়- সাইলেজ হচ্ছে গরুর জন্য এক প্রকার খাবার। সাইলেজ প্রযুক্তির মাধ্যমে ঘাসের পুষ্টিগুণ বৃদ্ধি করে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। যার ফলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও শুষ্ক মৌসুমেও গবাদিপশুর পুষ্টিকর খাদ্য সরবরাহ সম্ভব হয়। সাইলেজের সরবরাহ বৃদ্ধির মাধ্যমে দানাদার খাদ্য খরচ কমিয়ে খামারির লাভ নিশ্চিত করতে এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও জানানো হয়।

 

 

About The Author

শেয়ার করুন