আগের ম্যাচে মোহামেডান স্পোর্টিংকে হারিয়ে আসা সাইফ স্পোর্টিং জয়ের ধারা ধরে রাখতে পারেনি। চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ড্র করেছে দলটি।
ময়মনসিংহের শহীদ রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে শনিবার দুই দলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়। সাত ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট সাইফ স্পোর্টিংয়ের। আট ম্যাচে দুই জয় ও চার ড্রয়ে ১০ পয়েন্ট চট্টগ্রাম আবাহনীর।
শনিবার অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে চলতি লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে নোফেল স্পোর্টিং। নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে লিগের নবাগত দলটির জয়ে ইসমাইল বাঙ্গুরা ও ফরহাদ মনা দলের জয়ে একটি করে গোল করেন।
সাত ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে তলানি থেকে নবম স্থানে উঠে এসেছে নোফেল স্পোর্টিং। লিগে ষষ্ঠ হারের স্বাদ পাওয়া ব্রাদার্স সাত ম্যাচে এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে তলানিতে নেমে গেছে।