দৈনিক গৌড় বাংলা

সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাংবাদিক মোহাম্মদ আলী আর নেই

শেয়ার বিজনেস টুয়েন্টিফোর ডটকমের চাঁপাইনবাবগঞ্জের নাচোল প্রতিনিধি মোহাম্মদ আলী (৩৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার ভোর পৌনে ৫টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মোহাম্মদ আলী দেড় মাস যাবৎ টাইফয়েড, জন্ডিস, ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন। কয়েকদিন আগে অবস্থা গুরুতর হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মোহাম্মদ আলী সাংবাদিকতার পাশাপাশি ওষুধ কোম্পানিতে যুক্ত ছিলেন। অসুস্থ হওয়ার কিছুদিন আগে তিনি সে চাকরি ছেড়ে দেন।
শাহ নেয়ামতুল্লাহ কলেজের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ আলী ছিলেন নাচোল উপজেলার জোনাকিপাড়া গ্রামের নাজমুল হুদার দুই ছেলেমেয়ের মধ্যে ছোট।
অত্যন্ত সাদাসিধে ও মিশুক প্রকৃতির মোহাম্মদ আলী নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনের অর্থ সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন। এছাড়া নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট উপজেলা মিলে গঠিত সাংবাদিক কল্যাণ তহবিলের সদস্য ছিলেন।
সদা হাস্যোজ্জ্বল মোহাম্মদ আলী মৃত্যুকালে বৃদ্ধ মা-বাবা, অন্তঃসত্ত্বা স্ত্রী, দুই ছেলেমেয়ে ও আত্মীয়স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকা থেকে শুরু করে রাজনৈতিক ও সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। অনেকেই তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
জানাজায় নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, সেকেন্ড অফিসার আলমগীর হোসেন, কসবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমানসহ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকম-লী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, তিন উপজেলার গণমাধ্যমকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
এদিকে মোহাম্মদ আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল রেজা ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

About The Author