চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের নিয়ে গঠিত সাংবাদিক কল্যাণ তহবিলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে রহনপুরের সিঅ্যান্ডবি গেস্টহাউসে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
কল্যাণ তহবিলের সভাপতি আসাদুল্লাহ আহমদের সভাপতিত্বে বক্তব্য দেনÑ সংগঠনের সহসভাপতি আব্দুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু, সাবেক সাধারণ সম্পাদক অলিউল হক ডলার, সহ-সাধারণ সম্পাদক বিএম রুবেল ও শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক তাজাম্মুল হক আরাফাত, দপ্তর সম্পাদক নুরুজ্জামান, সমাজকল্যাণ সম্পাদক আব্দুস সামাদ, ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন, সদস্য হাসানুজ্জামান ডালিম ,সারওয়ার জাহান সুমন, মনিরুল ইসলাম, কায়সার আহমেদ, তসিকুল ইসলাম, শাহ কবির, মোহাম্মদ আলী।
আলোচনা সভায় আয়-ব্যয়ের হিসাব, বার্ষিক বনভোজন, নতুন সদস্য সংগ্রহ, আজীবন সদস্য সংগ্রহ ও সাংগঠনিক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করা হয়।