বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২২ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ৪, ২০২৫ by

সাংবাদিক কবিরের জামাতা আর নেই

 

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট প্রেস ক্লাবের সাবেক সভাপতি গোলাম কবিরের ছোট জামাতা সাব্বির হোসাইন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তিনি রবিবার বেলা ১১টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর। তিনি স্ত্রী, তিন বছরের একটি শিশুসন্তান, বাবা-মা, শ্বশুর-শাশুড়িসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিন রাত ৯টায় পাবনার সুজানগর উপজেলার ঘোড়াদহ কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
সাব্বির হোসাইন পাবনা জেলার সুজানগর উপজেলার ঘোড়াদহ গ্রামের মো. বিল্লাল খানের সন্তান। তিনি ভোলাহাট উপজেলার সাংবাদিক মো. গোলাম কবিরের ছোট মেয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
গত ২২ এপ্রিল ঢাকার শেরে বাংলানগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালে তার ব্রেইন টিউমারের অপারেশন করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয় এবং সেখানেই তিনি শেষ নিঃশ্বস ত্যাগ করেন।
গোলাম কবিরের জামাতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিক, রাজনীতিবিদ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

About The Author

শেয়ার করুন