Last Updated on মার্চ ৮, ২০২৫ by
সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল
চাঁপাইনবাবগঞ্জ পৌর ও সদর উপজেলা জামায়াতের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জেলার সাংবাদিকদের সম্মানে জেলা শহরের একটি রেস্টুরেন্টে এই ইফতারির আয়োজন করা হয়। ইফতার পূর্ব বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানীর সভাপতিত্বে ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীমের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবুজার গিফারী, জেলা সহকারী সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নায়েবে আমির অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ, সেক্রেটারি মোক্তার হোসেন, সদর উপজেলা সেক্রেটারি আব্দুর রহমান, পৌরসভা সহকারী সেক্রেটারি তোহরুল ইসলাম সোহেল, সদর উপজেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র মো. নজরুল ইসলাম বলেন, সংবাদ মাধ্যম হল রাষ্ট্রের চতর্থ স্তম্ভ। আপনাদের দায়িত্ব হল সঠিক ও সত্য সংবাদ জাতির সামনে তুলে ধরা। সাংবাদিক ভাইয়েরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে জাতি সামনের দিকে এগিয়ে যাবে। আমরা জামায়াতে ইসলামি আপনাদের সাথে সবসময় থাকবো ইন শা আল্লাহ।
সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রফিকুল আলম, সিটি প্রেসক্লাবের সভাপতি কামাল সুকরানা, আলোকিত গৌড়ের প্রকাশক অ্যাড. নূরে আলম সিদ্দিকী আসাদ। শেষে দোয়া করা হয়।