সাংবাদিকদের সঙ্গে সাবেক এমপি গোলাম মোস্তফার মতবিনিময়

22

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস। গত মঙ্গলবার রাতে সাপ্তাহিক জনকল্যাণ সংবাদ পত্রিকা অফিসে তিনি এই মতবিনিময় করেন।
মতবিনিময় সভায় সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস বলেন, দশম সংসদের সদস্য থাকাকালীন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের তিন উপজেলায় ব্যাপক উন্নয়ন করেছিলাম। সামনে দ্বাদশ সংসদে এই আসন থেকে আমি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তিনি জানান, তিন উপজেলায় বিভিন্ন পেশার লোকজনের সঙ্গে তিনি দেখা করছেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা বলেছেন এবং বলছেন। এর মূল্যায়নের দায়িত্ব জনগণের। এছাড়া তার মালিকানাধীন সাপ্তাহিক জনকল্যাণ সংবাদ অনেকদিন বন্ধ রয়েছে। সেটি পুনরায় প্রকাশের উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি। এজন্য স্থানীয় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছেন গোলাম মোস্তফা বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেনÑ সাপ্তাহিক জনকল্যাণ সংবাদ পত্রিকার সম্পাদক রবিউল করিম, আওয়ামী লীগ নেতা বলাই চন্দ্র শীল, যুবলীগ নেতা মোমিন বিশ্বাসসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।