দৈনিক গৌড় বাংলা

মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাংবাদিকদের সঙ্গে রহনপুর পৌর মেয়রের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খাঁন স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। রবিবার সকালে পৌর ভবনে মেয়রের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় তিনি বলেন, শান্তির শহর রহনপুরকে শান্ত রাখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা ভূমিকা রেখেছেন। আমি তাদের ধন্যবাদ জানাই। তিনি রহনপুর পৌরসভার উন্নয়নে গণমাধ্যমকর্মীসহ সকলকে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেন।
উল্লেখ্য, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খাঁন বিগত পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করলেও তিনি আওয়ামী লীগের সমর্থক। সাম্প্রতিক পটপরিবর্তনের সময় তিনি বাসায় থেকে অফিস করেছেন। রবিবার রহনপুর পৌর কার্যালয়ে এসে তিনি অফিস করেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

About The Author