Last Updated on সেপ্টেম্বর ২০, ২০২৪ by
সহিংসতার বিরুদ্ধে শিবগঞ্জে সচেতন শিক্ষার্থীদের পথসভা
উচ্ছৃঙ্খল জনতার সহিংসতার কারণে সারাদেশে যেসব হত্যাকা- ঘটছে এবং আইন নিজ হাতে তুলে নেওয়ার যে অপচেষ্টা করা হচ্ছে তার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পথসভা করেছেন সচেতন শিক্ষার্থীরা।
শুক্রবার বিকালে শিবগঞ্জ আশা মোড়ে এ পথসভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন ফাইয়াজ রহমান তনয়। এতে বক্তব্য দেন, শিক্ষার্থী সাইমুন ইসলাম সাদাব, শাহাদাত হোসেন, অ্যাডভোকেট আসলাম-উদ-দৌলা ও মাহবুব হাসানসহ অন্যরা।
বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য স্থানে যেসব বিচার বহির্ভুত হত্যাকা- হচ্ছে- তা কোনোভাবেই কাম্য নয়। বিচারের বাইরে যেসব অন্যায় অত্যাচার করা হচ্ছে- তার বিরুদ্ধে শক্ত অবস্থান থাকবে ছাত্র সমাজ।