সল্লাগ্রামে ম্যাক্স হসপিটালের খাদ্যসামগ্রী বিতরণ

25

 চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে সল্লা গ্রামে আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জের ম্যাক্স হসপিটালের পক্ষ থেকে এই প্রকল্পের অধীনে বসবাসকারী ৪৬টি পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ২ প্যাকেট পাপড়, ১ প্যাকেট লাচ্চা ও ২ প্যাকট সেমাই দেয়া হয়।
পরিবারগুলোর হাতে এইসব ঈদের খাদ্যসামগ্রী তুলে দেন ম্যাক্স হসপিটালের চেয়ারম্যান ও জেলা স্বাচিপের সভাপতি ডা. গোলাম রাব্বানী, হসপিটালটির পরিচালক ডা. নাদিম সরকার ও ডা. আল মামুন।
ডা. গোলাম রাব্বানী বলেনÑ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সরকারের আশ্রয়ন প্রকল্পে বসবাসকারী দুস্থ এই ৪৬টি পরিবারকে ঈদ উপহার হিসেবে এইসব খাদ্যসামগ্রী দেয়া হলো।