বর্তমান সরকার মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তিনি বলেন, আজকে চালের দাম আকাশচুম্বি হয়ে গেছে। মানুষ হাহাকার করছে; চাল কিনতে পারছে না; অথচ সরকারের মন্ত্রীরা জোর গলায় বলছেন চালের কোনো সঙ্কট নেই। বাংলাদেশে চালের সঙ্কট আওয়ামী লীগ সরকার তৈরি করেছে বলেই তা মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। শুধু চালের দাম নয়, নিত্য প্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। সাধারণ মানুষের জীবনযাপন করা এখন দুঃসাধ্য হয়ে পড়েছে। বুধবার দুপুরে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে বিএনপির ঢাকা মহানগর উত্তর কমিটির পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দুই দফা বন্যায় ফসলের ব্যাপক ক্ষতির পাশাপাশি চালের মজুদ তলানিতে নেমে আসায় সরকার তিন মাস আগে আমদানির উদ্যোগ নেয়। সরকারি-বেসরকারি পর্যায় মিলিয়ে গত আড়াই মাসে রেকর্ড পরিমাণ চাল আমদানি হলেও বাজারে চালের দাম বাড়ছে, যার পেছনে মিল মালিকদের কারসাজিকে দায়ী করে আসছে সরকার। সরকারি হিসেবেই মোটা চালের দাম গত এক মাসে বেড়েছে ১৮ শতাংশ, এক বছরে বেড়েছে ৫০ শতাংশ। এখন বাজারে ৫০ টাকার নিচে কোনো মোটা চাল নেই। রোহিঙ্গা বিষয়ে ফখরুল বলেন, বাংলাদেশে রোহিঙ্গা সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। মিয়ানমারের সেনাবাহিনী ও সরকারের প্ররোচনায় লক্ষ লক্ষ রোহিঙ্গাকে নির্যাতন-নিপীড়ন ও হত্যা করে বাংলাদেশে ঠেলে দিয়েছে। বিএনপি প্রথম থেকেই রোহিঙ্গা ইস্যুতে প্রতিবাদ করেছে দাবি করে দলটির মহাসচিব বলেন, আমরা বলেছি রোহিঙ্গা যারা আসছে তদের আশ্রয় দিতে হবে। আশ্রয় দিয়ে তাদেরকে আবার দেশে ফিরিয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিক বিশ্বে কূটনৈতিক চাপ সৃষ্টি করতে হবে। ফখরুল বলেন, সমগ্র বিশ্ব যখন রোহিঙ্গাদের পক্ষে কথা বলছে এবং মিয়ানমার সরকারকে তথা সু চিকে ধিক্কার দিচ্ছে, সে সময় আওয়ামী লীগের শুভবুদ্ধির উদয় হয়েছে। এখন আওয়ামী লীগ সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে, কথা বলছে। কিন্তু আপনারা কোনো ব্যবস্থা করতে পারেননি। অবিলম্বে রোহিঙ্গাদের আশ্রয়, খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং সেই সাথে সমগ্র বিশ্বে চাপ সৃষ্টি করতে হবে যেন মিয়ানমার সরকার বাধ্য হয়ে রোহিঙ্গাদের তাদের দেশে ফিরিয়ে নেয়, বলেন ফখরুল। এসময় তিনি বলেন, আজ প্রায় ১০ বছর ধরে দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র হরণ করা হয়েছে। বিশেষ করে আট বছর ধরে আওয়ামী লীগ সরকারের আমলে মানুষের অধিকারগুলো কেড়ে নেয়া হয়েছে। দুপুরে ঠাকুরগাঁও পৌরসভার কমিউনিটি সেন্টারে বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মির্জা ফখরুল। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাসিত আঞ্জু, সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন, যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান আনোয়ার, এজিএম সামসুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন প্রমুখ। অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে ঠাকুরগাঁওয়ে বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়।