সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে এমপি জেসির উঠান বৈঠক

29

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগচরে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরতে উঠান বৈঠক করেছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি। সোমবার বিকাল ৪টায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসরাফ আলি মাস্টারের সভাপতিত্বে উঠান বৈঠকে তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।
তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে স্মার্ট উন্নত বাংলাদেশ গড়তে গৃহীত নানান কর্মসূচির কথা তুলে ধরেন।
উঠান বৈঠকে আরো বক্তব্য দেন- ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়নটির চেয়ারম্যান হাবিবুর রহমান মাস্টার, বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের অবসরপ্রাপ্ত পরিচালক ড. মো. সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, সদর উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আফসার আলী। এছাড়া আরো উপস্থিত ছিলেন- সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোসিকুল আলম বাবুল, পৌরসভার ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলমসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।