সরকারের উন্নয়নচিত্র তুলে ধরতে নাচোলে গোলাম মোস্তফা বিশ্বাস

7

চাঁপাইনবাবগঞ্জে নাচোলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরেছেন চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনের সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস। রবিবার বেলা ১১টার দিকে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ উন্নয়ন চিত্র তুলে ধরেন তিনি।
উপজেলার থানা গেটের সামনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
গোলাম মোস্তফা বিশ্বাস বলেন- মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে রাস্তাঘাট, খাবার পানির মটর, স্কুল-মাদ্রাসার ভবন নির্মাণ, বিদ্যুৎ, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, আশ্রয়ন প্রকল্প, গুচ্ছ গ্রামসহ দেশের সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার সরকারের হাতকে শক্তিশালী করতে জনসাধারণকে আবারো নৌকায় ভোট দিতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও যুব মহিলা লীগের সভাপতি জান্নাতুন নাঈম মুন্নি, নেজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি শ্রী নিতাই চন্দ্র বর্মন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামসহ অন্য নেতৃবৃন্দ।