ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। টানা দুই বছর ব্যক্তিগত কারণে শুটিং থেকে ছিলেন দূরে। তবে সব শঙ্কা কাটিয়ে উঠে ‘ডোডোর গল্প’ নামের সরকারি অনুদানের নতুন সিনেমার টানা শুটিং করছিলেন তিনি। তবে এই শুটিংয়ের মধ্যেই হঠাৎ জ¦র ও ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে আবারও বিরতি নিলেন পরী। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। জ¦রের বিষয়টি (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন। এদিকে সোমবার হাসপাতাল থেকেই ভার্চুয়ালে সংবাদমাধ্যমে জানান, জ¦র কমছে না, সেই সঙ্গে ঠান্ডারও বেশ অবনতি ঘটেছে। আপাতত হাসপাতালেই থাকতে হচ্ছে। চিকিৎসকের পরামর্শ অনুয়ায়ী পূর্ণ বিশ্রামেই থাকতে হবে।
সবাই আমার জন্য দোয়া করবেন। যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও কাজে ফিরতে পারি। এর আগে পরীমণি ফেসবুকে লিখেছিলেন, আমার জীবনের শান্তি! আমি তোমাকে পেয়ে ধন্য, আলহামদুলিল্লাহ। হঠাৎ জ¦র নিয়ে হাসপাতালে ভর্তি হতে হলো। দোয়া করবেন। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজিও। ওই ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন পরীমণি। সঙ্গে রয়েছে অভিনেত্রীর ছেলে রাজ্য। প্রসঙ্গত, শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর পুত্র রাজ্যকে ঘিরেই তার জীবন। পাশাপাশি ক্যারিয়ারে নজর দিতে চাচ্ছেন। মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। পরে বিরতি কাটিয়ে যুক্ত হয়েছেন একাধিক সিনেমায়। বর্তমানে ছেলেকে নিয়ে বেশ ভালোই আছেন পরীমণি।