সবজি ও মুরগিতে স্বস্তি বেড়েছে চিনির দাম

14

চাঁপাইনবাবগঞ্জের কাঁচাবাজারগুলোয় এখন শীতের সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে। দামও কমেছে। কমেছে গরীবের মুরগি ব্রয়লার ও সোনালি মুরগ মুরগির দাম। অন্যদিকে মাছ ও মাংসের দাম আগের মতোই রয়েছে। কমেছে ডিমের দাম এবং বেড়েছে চিনির দাম।
শুক্রবার জেলাশহরের নিউমার্কেট কাঁচাবাজারে কথা হয় সবজি বিক্রেতাদের সঙ্গে। তারা জানান, প্রতি কেজি বেগুন খুচরা ৭০-৮০ টাকা থেকে কমে বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকা, পটল ৩৫-৪০ টাকা, করলা ৭০-৮০ টাকা, কচু ৯০ টাকা, ফুলকপি ও পাতা কপি ৫০ টাকা, মূলা ৪০ টাকা, কাঁচকলা ৪০ টাকা, লাল শাক ১০টাকা আঁটি, পালং শাক ৪০ টাকা কেজি, পেঁপে ২৫-৩০ টাকা, ঝিঙ্গা ৬০ টাকা, কাঁচামরিচ ১২০-১৩০ টাকা, প্রতি পিস লাউ ও কুমড়া ৩০-৪০ টাকা, কুমড়া ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে মুরগি বাজারে কথা হয় বিক্রেতাদের সঙ্গে। তারা জানান, দেশী মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৪০-৪৫০ থেকে টাকা, সোনালির দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে ২৬০-২৬৫ টাকা, প্যারেন্স সাদা ২৬০ টাকা, লাল লেয়ার ৩২০ টাকা, ব্রয়লার কিচুটা কমে বিক্রি হচ্ছে ১৬০- থেকে ১৬৫ টাকা। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ টাকা এবং ছাগলের মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি ১ হাজার টাকা।
মুদি দোকানদার আব্দুর রহমান বাবু জানান, লাল স্বর্ণা চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ টাকা, সাদা স্বর্ণা ৪৫ টাকা, ২৮ চাল মানভেদে ৫২ থেকে ৫৮ টাকা, জিরাসাইল ৬২ থেকে ৭০ টাকা, মসুর ডাল ১২০-১৩০ টাকা, মটর ডাল ১১০ টাকা, ছোলার ডাল ১০৫ টাকা, মুগ ডাল ১৩০ টাকা, দেশী ছোট সাএিজর পেঁয়াজ ১১৩ টাকা এবং একটু বড় সাইজের ১৪৫ টাকা, ভারতীয় পেঁয়াজ ৮৫-৯০ টাকা প্রতি কেজি হিসেবে বিক্রি হচ্ছে। অন্যদিকে চিনির দাম বেড়ে বিক্রি হচ্ছে প্রতিকেজি ১৪০ টাকা এবং ডিমের দাম কিছুটা কমে বিক্রি হচ্ছে প্রতিহালি ৪২ টাকা।
এদিকে মাছ বিক্রেতারা জানান, ২ কেজি ওজনের কাতল মাছ ৩৫০ টাকা, আইড় মাছ ১ হাজার ১৫০ টাকা থেকে ১ হাজার ২শ টাকা, বোয়াল ৬৫০ টাকা থেকে ৮৫০ টাকা, চিংড়ি ৭৫০ টাকা থেকে ৮শ টাকা, ছোট কই মাছ ২৬০ টাকা, পাবদা ৩৮০ টাকা, ছোট রুই ২৬০ টাকা, বড় রুই ২৮০-৩০০ টাকা, ছোট কাতল ২৫০ টাকা বড় কাতল ৩৫০, মিরকা ২৫০-২৪০ টাকা, পাঙ্গাস ১৪০ টাকা, ব্রিগেড ২০০-২২০টাকা, ছোট বাচা ৪০০ টাকা বড় বাচা ৮০০ টাকা, জাপানি রুই ২২০, খরি ৩২০ টাকা, ময়া ২০০, বাঁষট ৮০০ টাকা, পিয়লি ৭২০ টাকা, পাবদা ২৮০, সিং ৬০০টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে।