বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ১৯, ২০২৪ by

সবজির দাম ঊর্ধ্বমুখী

চাঁপাইনবাবগঞ্জে ঈদুল ফিতরের পর সকল প্রকার সবজির দাম বাড়তির দিয়ে রয়েছে। ঈদের পর সরবরাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধির কারণ বলে বিক্রেতারা জানিয়েছেন। অন্যদিকে মাছ ও মাংসের দাম মোটামুটি রমজানের মতোই রয়েছে।
সবজি বিক্রেতা আব্দুর রশিদ জানান, টমেটো প্রতি কেজি ৫০-৬০ টাকা, আলু ৫০-৬০ টাকা, পেঁপে ৫০ টাকা, মিষ্টি কমড়া ২৫ টাকা, বিটরুট ১২০ টাকা, কাঁচা কাঁঠাল ৪০-৫০ টাকা, বেগুন ৪০ টাকা, ঝিঙ্গা ৪৫-৫০ টাকা, বরবটি ৬০টাকা, পটল ৫০ টাকা, শ^শা ২৫-৩০ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা, ঢ্যাঁড়স ৩০-৪০ টাকা, করলা ৪০-৬০ টাকা, লাউ প্রতি পিস ২৫-৩০ টাকা, কুমড়া ৪০-৫০ টাকা। তিনি জানান শুধু শ^শার দামটা কমেছে, অন্যসব সবজির দাম বাড়তির দিকে রয়েছে।
মুরগি বিক্রেতা শরিফুল ইসলাম সোনালী মুরগি প্রতিকেজি ২৯০-৩১০ টাকা, ব্রয়লার বিক্রি হচ্ছে ২০০-২১০ টাকা, প্যারেন্স মুরগি ৩৮০-৪০০ টাকা, লাল লিয়ার ৩২০-৩৩০ টাকা ও সাদা লিয়ার ২৯০-৩০০ টাকা প্রতি কেজি হিসেবে বিক্রি হচ্ছে। অন্যদিকে দেশী মুরগি বিক্রেতা জহুরুল জানান দেশী মুরগির দাম ছিল প্রতিকেজি ৫৩০-৫৪০টাকা।

About The Author

শেয়ার করুন