সবজির দাম ঊর্ধ্বমুখী
চাঁপাইনবাবগঞ্জে ঈদুল ফিতরের পর সকল প্রকার সবজির দাম বাড়তির দিয়ে রয়েছে। ঈদের পর সরবরাহ কমে যাওয়ায় দাম বৃদ্ধির কারণ বলে বিক্রেতারা জানিয়েছেন। অন্যদিকে মাছ ও মাংসের দাম মোটামুটি রমজানের মতোই রয়েছে।
সবজি বিক্রেতা আব্দুর রশিদ জানান, টমেটো প্রতি কেজি ৫০-৬০ টাকা, আলু ৫০-৬০ টাকা, পেঁপে ৫০ টাকা, মিষ্টি কমড়া ২৫ টাকা, বিটরুট ১২০ টাকা, কাঁচা কাঁঠাল ৪০-৫০ টাকা, বেগুন ৪০ টাকা, ঝিঙ্গা ৪৫-৫০ টাকা, বরবটি ৬০টাকা, পটল ৫০ টাকা, শ^শা ২৫-৩০ টাকা, কাঁচা মরিচ ৬০ টাকা, ঢ্যাঁড়স ৩০-৪০ টাকা, করলা ৪০-৬০ টাকা, লাউ প্রতি পিস ২৫-৩০ টাকা, কুমড়া ৪০-৫০ টাকা। তিনি জানান শুধু শ^শার দামটা কমেছে, অন্যসব সবজির দাম বাড়তির দিকে রয়েছে।
মুরগি বিক্রেতা শরিফুল ইসলাম সোনালী মুরগি প্রতিকেজি ২৯০-৩১০ টাকা, ব্রয়লার বিক্রি হচ্ছে ২০০-২১০ টাকা, প্যারেন্স মুরগি ৩৮০-৪০০ টাকা, লাল লিয়ার ৩২০-৩৩০ টাকা ও সাদা লিয়ার ২৯০-৩০০ টাকা প্রতি কেজি হিসেবে বিক্রি হচ্ছে। অন্যদিকে দেশী মুরগি বিক্রেতা জহুরুল জানান দেশী মুরগির দাম ছিল প্রতিকেজি ৫৩০-৫৪০টাকা।