শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ১৩, ২০২৫ by

সপ্তাহের বাজার দর : আলুর দাম বেড়েছে কেজিতে ২ টাকা

চাঁপাইনবাবগঞ্জে চাল, ডাল, আটা, মাছ, মাংস, সবজিসহ খাদ্যপণ্যের দাম ঈদের আগের মতোই রয়েছে। তবে আলুর দাম কেজিতে ২ টাকা বেড়েছে। গকাল শুক্রবার সকালে জেলা শহরের নিউ মার্কেট কাঁচাবাজার ঘুরে এমনটাই জানা গেছে।
বস্তায় চাল বিক্রেতা রুবেল জানান, আটাশ চাল প্রতিকেজি ৬৪ টাকা, মিনিকেট ৭২ টাকা, পাইজাম ৬০ টাকা, নাজির সাইল ৯০ টাকা, বাসমতি ১০০টাকা ও আতপ চাল ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে মুদি দোকানদার আব্দুর রহমান বাবু জানান, সাদা স্বর্ণা ৫০ টাকা থেকে ৫২ টাকা, লাল স্বর্ণা ৫৫-৫৮ টাকা, আটাশ ৬৫-৭০ টাকা, মিনিকেট ৮০-৮৫ টাকা কেজি দরে খুচরা বিক্রি হচ্ছে। এছাড়া মুশর ডাল ১০০-১৩০ টাকা, মটর ডাল ১৩০-১৪০ টাকা, খেসাড়ির ডাল ৮০-৯০ টাকা, ছোলার ডাল ১২০-১২৫ টাকা, খোলা গমের আটা ৩৮-৪০ টাকা, প্যাকেট আটা ৪৫-৪৮ টাকা, পেঁয়াজ ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৪২ টাকায়।
সবজি বিক্রেতা আব্দুর রশিদ জানান, প্রতিকেজি ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে ৩০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, পটোল ২০ টাকা, বেগুন ৫০ টাকা, বরবটি ৬০ টাকা, দেশি শসা ৬০ টাকা, করলা ৬০ টাকা, কচু ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, আলুর দাম কিছুটা বেড়ে বিক্রি হচ্ছে ২৪ টাকা কেজি, কাঁচা মরিচ ৬০ টাকা কেজি, চাইনা গাজর ২০০ টাকা, দেশি গাজর ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ বিক্রি হচ্ছে প্রতি পিস ৩০ টাকা।
মাছ বিক্রেতারা জানান, পুঁটি ২০০ টাকা, রুই ওজন ভেদে ২২০ টাকা থেকে ৪০০ টাকা, কাতল ৩৫০ টাকা ৪৫০ টাকা, সিলভার কার্প ১০০ টাকা, পাঙ্গাস ২০০ টাকা, ঘেইড়া ৮০০ টাকা, পিয়লি ১৪০০ টাকা, বেলে ১০০০ টাকা, আইড় ১৬০০ টাকা, চিংড়ি ১৬০০ টাকা, মলা ৪২০ টাকা, চিতল ১২০০ টাকা, ব্রিগহেড ২৮০ টাকা ও ইলিশ ২২০০ টাকা কেজি।
মুরগি বিক্রেতারা জানান, দেশি মুরগি ৫০০-৫২০ টাকা, সোনালি ২২০ টাকা, ব্রয়লার ১৫০ টাকা, প্যারেন্স ৩৪০ টাকা, লাল লিয়ার ২৮০ টাকা কেজি। গরুর মাংস বিগ্রে হচ্ছে ৭৫০ টাকা কেজি।

About The Author

শেয়ার করুন