সপ্তাহের বাজার : কমেছে দেশী মুরগির দাম
চাঁপাইনবাবগঞ্জে চাল-ডাল, পেঁয়াজ, শাকসবজিসহ সব ধরনের মাংসের বাজার স্থিতিশীল রয়েছে। তবে কমেছে কাঁচামরিচ ও দেশী মুরগির দাম। অন্যদিকে গমের আটার দাম ঊর্ধ্বমুখী রয়েছে।
শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।
চালের দাম আগের মতনই রয়েছে জনিয়ে আনোয়ার অটো রাইস মিলের শো-রুমের ম্যানেজার কাওসার আলী রুবেল বলেন-৫০ কেজির এক বস্তা ২৮ চাল ২ হাজার ৯৫০ টাকা (প্রতিকেজি ৫৯ টাকা), ৫০ কেজি ওজনের এক বস্তা মিনিকেড বা জিরা সাইল চালের দাম ৩ হাজার ৪৫০ টাকা (প্রতিকেজি ৬৯ টাকা), ৫০ কেজি ওজনের এক বস্তা পাইজাম চালের দাম ২ হাজার ৯০০ টাকা (প্রতিকেজি ৫৮ টাকা) পাইকারী বিক্রি হচ্ছে।
এদিকে মুদি দোকানদার আব্দুর রহমান বাবু জানান, চালের দাম জিরাশাইল প্রতি কেজি ৬৫-৭০ টাকা, আটাশ ধানের চাল প্রতি কেজি ৬০-৬২ টাকা, লাল স্বর্ণা ধানের চাল ৫৪ টাকা, সাদা স্বর্ণা ৪৫ টাকা বিক্রি হচ্ছে। তিনি জানান, ডালের দাম আগের মতনই রয়েছে। মসুর ডাল ১২৫-১৩০ টাকা, মোটা মসুর ডাল ১১০-১২০ টাকা, দেশী ছোলার ডাল ১২৫ টাকা, খেসাড়ির ডাল ১০০-১১০ টাকা, মটর ডাল ১২০-১২৫ টাকা, মাসকলাইয়ের ডাল ১৯০ টাকা প্রতি কেজি হিসাবে বিক্রি হচ্ছে। খোলা গমের আটা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৮ টাকা থেকে বেড়ে ৪২ টাকা, প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ৪৮-৫০ টাকা, বোতলজাত সয়াবিন ১৬৭ টাকা ও খোলা সয়াবিন ১৬২ টাকা লিটার, চিনি ১২৫ থেকে ১৩০ টাকা এবং দেশী পেঁয়াজ ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে সবজি বিক্রেতা আব্দুর রশিদ জানান, দেশী শশা ৬০ টাকা ও হাইব্রিড শশা ৩০-৩৫ টাকা, আমড়া ৩৫ টাকা, পটল ৩০ টাকা, বেগুন ৬০ টাকা, ঝিঙ্গা ৪০-৫০ টাকা, পেঁপে ৩০ টাকা,কাঁচা মরিচ ২০০টাকা, করলা ৭০-৮০ টাকা, কচু ৬০ টাকা, কাঁচকলা ৫০ টাকা, ঢেঁড়শ ৪০-৫০ টাকা, মিষ্টি কুমড়া ৩৫ টাকা, আলু ৫৫ টাকা থেকে ৭০ টাকা, ডাটা ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কুমড়াজালি প্রতি পিস ৫০ টাকা ও লাউ ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৫০ টাকায়।
এদিকে মুরগি বিক্রেতারা জানান, ব্রয়লার মুরগি ১৬৫-১৭০ টাকা, প্যারেন্স ২৫০-২৬০ টাকা, সোনালি ২১০ টাকা ও দেশী মুরগি ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে দেশী মুরগি ছিল ৪২০ টাকা কেজি।
অন্যদিকে মাংস বিক্রেতারা জানান, গরুর মাংসের মানভেদে ৬৫০ টাকা থেকে ৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অপর দিকে মাছ বিক্রেতারা জানান, রুই মাছ ও জনভেদে ২৪০ টাকা থেকে ৩৮০ টাকা, কাতল মাছ ৩৬০ টাকা থেকে ৪৬০ টাকা, পাঙ্গাস ২২০ টাকা, সিলভার কার্প ২২০ টাকা, দেশী ছোট চিংড়ি ১ হাজার টাকা, চাষের চিংড়ি ৮০০ টাকা, দেশী সিং ৮০০ টাকা, পাবদা ৪০০ টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে।