সপ্তাহের বাজার : অন্য পণ্যের দাম স্থিতিশীল কমেছে দেশী মুরগির দাম
চাঁপাইনবাবগঞ্জে চাল-ডাল, পেঁয়াজ, শাকবজিসহ সব ধরনের মাংসের বাজার স্থিতিশীল রয়েছে। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে। তবে দেশী মুরগির দাম কিছুটা কমেছে বলে বিক্রেতারা জানান।
মুদি দোকানদার আব্দুর রহমান বাবু জানান, চালের দাম জিরাশাইল প্রতি কেজি ৬৫-৭০ টাকা, আটাশ ধানের চাল প্রতি কেজি ৬০-৬২ টাকা, লাল স্বর্ণা ধানের চাল ৫৪ টাকা, সাদা স্বর্ণা ৪৫ টাকা বিক্রি হচ্ছে। তিনি জানান, ডালের দাম আগের মতনই রয়েছে। মসুর ডাল ১২৫-১৩০ টাকা, মোটা মসুর ডাল ১১০-১২০ টাকা, দেশী ছোলার ডাল ১২৫ টাকা, খেসাড়ির ডাল ১০০-১১০ টাকা, মটর ডাল ১২০-১২৫ টাকা, মাসকলাইয়ের ডাল ১৯০ টাকা প্রতি কেজি হিসাবে বিক্রি হচ্ছে। খোলা গমের আটা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩৮ থেকে ৪০ টাকা, প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ৪৮-৫০ টাকা, বোতলজাত সয়াবিন ১৬৭ টাকা ও খোলা সয়াবিন ১৬২ টাকা লিটার এবং চিনি ১২৫ থেকে ১৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে সবজি বিক্রেতা আব্দুর রশিদ জানান, পেঁপে ৩০-৩৫ টাকা, কচুর লতি ৯০ টাকা, কচু ৭০ টাকা, বিটরুট ১৫০ টাকা, কাঁচকলা ৬০ টাকা, ঢেঁড়শ ৫০-৬০ টাকা, আমড়া ৪০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, বেগুন ৫০ টাকা, করলা ৮০ টাকা, পটোল ২৫-৩০ টাকা, দেশী শশা ৮০ টাকা ও হাইব্রিড শশা ৬০ টাকা, ফুলকপি ১০০ টাকা, কাঁকরোল ৭০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা, ওল ৮০-৯০ টাকা, ভালো কাঁচামরিচ ২০০ টাকা, আলু ৬০ টাকা থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কুমড়াজালি প্রতি পিস ৫০ টাকা ও লাউ ৪০ টাকায় বিক্রি হচ্ছে। আর ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৫০ টাকায়।