Last Updated on মার্চ ২১, ২০২৫ by
সপ্তাহের বাজারদর : সবজির বাজার ঊর্ধ্বমুখি কমেছে ডিমের দাম
চাঁপাইনবাবগঞ্জে চাল, ডাল, আটা-ময়দার দাম গত সপ্তহের থাকলেও বেগুনের দাম ঊর্ধ্বমুখি রয়েছে। শীতের সবজি ফুরিয়ে আসায় দাম একটু বেশি বলে বিক্রেতারা মনে করছেন।
শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।
নিউমার্কেটের আব্দুর রহমান বাবু জানান, জিরাসাইল ও মিনিকেট চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮৫ টাকা। সাদা স্বর্ণা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০-৫২ টাকা, লাল স্বর্ণা ৫৬-৫৮ টাকা, ৬৩ ধানের চাল বিক্রি হচ্ছে ৯০ টাকা, আটাশ বিক্রি হচ্ছে থেকে ৭৫-৭৬ টাকা কেজি দরে। এছাড়া প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০-৩২ টাকা, চিনি ১২০ টাকা, মসুর ডাল ১১০-১৩০ টাকা, দেশী ছোলার ডালের দাম ১৪০ টাকা, খেসাড়ির ডাল ১২০ টাকা, মটর ডাল ১৪০ টাকা, মাসকলাইয়ের ডাল ১৭০ টাকা প্রতি কেজি হিসেবে বিক্রি হচ্ছে। আর ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৩৬ টাকা। তিনি জানান, খোলা আটা ৩৮-৪০ টাকা, প্যাকেট আটা ৪৫-৫০ টাকা, ১ লিটারের বোতলজাত সয়াবিন ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে বাজারে ফুরিয়ে আসছে শীতের সবজি। শিম,ঘিওন বেগুন, পাতাকপি ও ফুলকপি এরই মধ্যে বাজার থেকে উধাও হয়ে গেছে। সবজি বিক্রেতা আব্দুল খালেক জানান, বেগুনের দাম মানভেদে বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৫-৫০ টাকা, আলু ২২-২৪ টাকা, সজনে ডাটা কিছুটা কমে বিক্রি হচ্ছে ১৪০ টাকা, দেশী করোলা ৭৫-৮০ টাকা, ঢেঁড়স ৭০-৮০ টাকা, পটোল ৬৫-৭০ টাকা, কাঁচকলা ৩৫-৪০ টাকা, পেঁপে ৩০-৩৫ টাকা, মিষ্টি কুমড়া ২৫-৩০ টাকা, শসা ৫৫-৬০ টাকা, গাজর ২০-২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস লাউ ৪০ টাকা ও কুমড়া বিক্রি হচ্ছে প্রতি পিস ৭০-৭৫ টাকা। আর এক হালি লেবু বিক্রি হচ্ছে ৫০-৮০ টাকা, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৭০-৮০ টাকা কেজি।
এদিকে মাছ বিক্রেতারা জানান, ছোট মিড়কা বিক্রি হচ্ছে ২২০ টাকা, ছোট রুই ২৬০ টাকা, বড় রুই ৩২০ টাকা, বড় কতলা ৩২০ টাকা, বড় গ্রাস কার্প ৩০০ টাকা, সিলভার কার্প ২৬০ টাকা, শোল ৭০০ টাকা, ট্যাংরা ৬০০-৮০০ টাকা, তেলাপিয়া ১৮০ টাকা, পাবদা ৩২০-৪০০ টাকা, সিং ৮০০ টাকা, জাপানি রুই ২০০ টাকা, বোয়াল ৭০০ টাকা, আইড় মাছ বিক্রি হচ্ছে ১ হাজার টাকা থেকে এক হাজার ২শটা কেজি দরে।
এদিকে মুরগি বিক্রেতা শরিফুল ও জহুরুল জানান, দেশী মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫২০ টাক, সোনালি বা পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে ২৪০-২৫০ টাকা, লাল লেয়ার ২৮০-৩০০ টাকা, সাদা লিয়ার ২৫০-২৬০ টাকা, প্যারেন্স মুরগি ৩১০ টাকা, ব্রয়লার ১৯০-২০০ টাকা কেজি।
অন্যদিকে মাংস বিক্রেতা সেলিম জানান, ভালো মানের গরুর মাংস ৭০০-৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ছাগলের মাংস ৯০০ ও বকরির মাংস ১০৫০-১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।