বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মার্চ ২৮, ২০২৫ by

সপ্তাহের বাজারদর
বাজারে বেগুন কম দামও বেশি মাছের দাম ঊর্ধ্বমুখী

চাঁপাইনবাবগঞ্জে চাল, ডাল, আটা-ময়দার দাম গত সপ্তহের থাকলেও বেগুনের দাম বেড়েই চলেছে। ভালো মানের এক কেজি বেগুনের দাম উঠেছে ৯০ টাকায়। যা চলতি মাসের শুরুতেও ছিল ২৫ থেকে ৩০ টাকা। সরবরাহ কমে যাওয়ায় দাম বেশির কারণ বলে বিক্রেতারা জানিয়েছেন। অন্যদিকে মাছের দামও বৃদ্ধি পেয়েছে।
শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।
নিউমার্কেটের আব্দুর রহমান বাবু জানান, জিরাসাইল ও মিনিকেট চাল বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮৫ টাকা। সাদা স্বর্ণা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০-৫২ টাকা, লাল স্বর্ণা ৫৬-৫৮ টাকা, ৬৩ ধানের চাল বিক্রি হচ্ছে ৯০ টাকা, আটাশ বিক্রি হচ্ছে থেকে ৭৫-৭৬ টাকা কেজি দরে। এছাড়া প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকা, চিনি ১২০ টাকা, মসুর ডাল ১১০-১৩০ টাকা, দেশী ছোলার ডালের দাম ১৪০ টাকা, খেসাড়ির ডাল ১২০ টাকা, মটর ডাল ১৪০ টাকা, মাসকলাইয়ের ডাল ১৭০ টাকা প্রতি কেজি হিসেবে বিক্রি হচ্ছে। আর ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৩৮ টাকা। তিনি জানান, খোলা আটা ৩৮-৪০ টাকা, প্যাকেট আটা ৪৫-৫০ টাকা, ১ লিটারের বোতলজাত সয়াবিন ১৫ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে শীতের সবজি প্রায় শেষের পথে। শিম, ঘিওন বেগুন, পাতাকপি ও ফুলকপি এরই মধ্যে বাজার থেকে উধাও হয়ে গেছে।
সবজি বিক্রেতা শহিদুল ইসলাম জানান, বেগুনের দাম মানভেদে বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০-৯০ টাকা, আলু ২০-২৫ টাকা, সজনে ডাটা কিছুটা কমে বিক্রি হচ্ছে ১১০-১২০ টাকা, দেশী করোলা ৬০-৭০ টাকা, ঢেঁড়শ ৬০-৭০ টাকা, পটোল ৬০-৭০ টাকা, কাঁচকলা ৩০-৩৫ টাকা, পেঁপে ৩০-৩৫ টাকা, মিষ্টি কুমড়া ২৫-৩০ টাকা, শসা ৭০-৮০ টাকা, গাজর ৩০-৪০ টাকা, লেবু প্রতি হালি ৬০ টাকা, কাঁচামরিচ ৫০-৬০ টাকা, টমেটো ২০-৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়।
বাজারে সব ধরনের মাছের দাম গত সপ্তাহের তুলনায় বৃদ্ধি পেয়েছে বলে মাছ বিক্রেতারা জানিয়েছেন।
এদিকে সব ধরনের মুরগির দাম বৃদ্ধি পেয়েছে। মুরগি বিক্রেতা আলম জানান, দেশী মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৬০ টাকা, সোনালি বা পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে ২৬০-২৭০ টাকা, লাল লেয়ার ২৯০-৩০০ টাকা, প্যারেন্স মুরগি ৩১০-৩২০ টাকা, আর ব্রয়লার বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকা কেজি।
অন্যদিকে মাংস বিক্রেতা সেলিম জানান, ভালো মানের গরুর মাংস ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে দাম বাড়তে পারে বলে তিনি জানান। এছাড়া ছাগলের মাংস ৯০০ ও বকরির মাংস ১০৫০-১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

About The Author

শেয়ার করুন