Last Updated on এপ্রিল ২৫, ২০২৫ by
সপ্তাহের বাজারদর : পেঁয়াজের দাম ৫টাকা কমেছে ২টাকা বেড়েছে ডিমে
চাঁপাইনবাবগঞ্জে চাল, ডাল, আট-ময়দাসহ সকল প্রকার শাখ-সবজি, মাছ মাংসের দাম গত সপ্তাহের মতো থাকলেও পেঁয়াজের দাম কেজিতে ২ টাকা কমে বিক্রি হচ্ছে ৫৫ টাকা। অপর দিকে ডিমের হালিতে দাম বেড়েছে ২টাকা।
শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।
নিউমার্কেটের আব্দুর রহমান বাবু জানান, গত সপ্তাহে ভালো মানের দেশি পেঁয়াজের দাম ছিল প্রতি কেজি ৬০ টাকা, বর্তমানে বিক্রি হচ্ছে ৫৫ টাকা। তিনি জানান, জিরাসাইল চাল প্রতিকেজি ৮৫-৮৬ টাকা, মিনিকেট চাল ৮৮-৯০ টাকা, সাদা স্বর্ণা ৫০-৫২ টাকা, লাল স্বর্ণা ৫৬-৫৮ টাকা, ৬৩ ধানের চাল বিক্রি হচ্ছে ৯০ টাকা, আটাশ চাল বিক্রি হচ্ছে থেকে ৭৫-৮০ টাকা। চিনি প্রতিকেজি ১১৭-১১৮ টাকা, মসুর ডাল ১৪০ টাকা, দেশী ছোলার ডালের দাম ১৪০ টাকা, খেসাড়ির ডাল ১২০ টাকা, মটোর ডাল ১৪০ টাকা, মাসকলাইয়ের ডাল ১৮০ টাকা ও মুগ ডাল প্রতি কেজি হিসেবে বিক্রি হচ্ছে ১৮০ টাকা। আর ডিমের ২টা বেড়ে বিক্রি হচ্ছে প্রতি হালি ৪২ টাকায়।
তিনি আরো জানান, খোলা আটা ৩৮-৪০ টাকা ও প্যাকেট আটা ৪৫-৫০ টাকা কেজি, এক লিটারের বোতলজাত সয়াবিন ১৮৯ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে সবজি বিক্রেতা তাইফুর রহমান জানান, বেগুনের দাম মানভেদে প্রতি কেজি ৬০-৬৫ টাকা, পটোল বিক্রি হচ্ছে ৬০ টাকা, ঝিঙ্গা ৫০-৬০ টাকা, পেঁপে ৩৫-৪০ টাকা, ঢেঁড়শ ৫০ টাকা, দেশি করোলা ৬০ টাকা, কাঁচামরিচ ৮০ টাকা, শসা ৬০ টাকা, টমেটো ৪০ টাকা, আলু ২০-২৫ টাকা, দেশি সজনে ডাটা ১২০ টাকা, কাঁচকলা ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০-৪০ টাকা, গাজর ৪০ টাকা, প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৩০ টাকা ও চাল কুমড়া ৪০ টাকা, ডাটা বিক্রি হচ্ছে প্রতিকেজি ৫০ টাকায়।
এদিকে মাছ বিক্রেতারা জানান, ছোট মিড়কা মাছ বিক্রি হচ্ছে ১৮০ টাকা, রুই ওজনভেদে ১৯০-৩৬০ টাকা, বড় কাতলা ৩২০-৪২০ টাকা, সিলভার কার্প ১০০ টাকা, শোল ৮০০ টাকা, ট্যাংরা ৬০০-১২০০ টাকা, পাবদা ৩৫০-৪০০ টাকা, সিং ৬০০-৮০০ টাকা, বোয়াল ৯০০ টাকা, আইড় মাছ বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ১ হাজার ২০০ টাকা, পাঙ্গাস ১৪০ টাকা, ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০ টাকা, ২৪০০ টাকা, বাচা ৩২০ টাকা, মলা ১০০০টাকা, ঘেইড়া ৫০০ টাকা।
এদিকে মুরগি বিক্রেতা জিলহাজ জানান, দেশি মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫২০-৫৩০ টাকা। সোনালি বা পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে ২১০-২২০ টাকা, লাল লেয়ার ২৯০ টাকা, সাদা লিয়ার ২৭০ টাকা, প্যারেন্স মুরগি ২৯০-৩০০ টাকা এবং ব্রয়লার বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি।
অন্যদিকে মাংস বিক্রেতারা জানান, ভালো মানের গরুর মাংস ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ছাগলের মাংস ৯০০-১১০০ টাকা এবং ভেড়ার মাংস ১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।