Last Updated on ডিসেম্বর ১৩, ২০২৪ by
সপ্তাহের বাজারদর : চালের বাজার ঊর্ধ্বমুখী কমেছে দেশী মুরগির দাম
চাঁপাইনবাবগঞ্জের হাটবাজারে কিছুটা কমে এসেছে সবজরি দাম। আলু ও পেঁয়াজের দাম গত সপ্তাহের মতো থাকলেও কেজিপ্রতি ৫০ টাকা কমেছে দেশী মুরগির দাম। তবে চালের বাজার ঊর্ধ্বমুখী রয়েছে। এছাড়া ডাল, আটা, মাছ-মাংস, গত সপ্তাহের দামেই বিক্রি হতে দেখা গেছে।
শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়াম মার্কেটে আনোয়ার অটোরাইস মিলের শোরুমের ম্যানেজার কাওসার আলী রুবেল জানান, আঠাশ চাল প্রতি কেজি ২টা বেড়ে বিক্রি হচ্ছে ৬৮ টাকা, জিরাসাইল বা মিনিকেট ৩টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৪, নাজিরশাইল ৮২-৮৪ টাকা, নতুন পাইজাম ৫৫-৫৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মুদি দোকানদার আব্দুর রহমান বাবু জানান, প্রতি কেজি আঠাশ চাল ৬৬-৬৭ টাকা, জিরাশাইল ৭২-৭৫ টাকা, নতুন মোটা স্বর্ণা ৫৫-৫৬ টাকা, আতপ চাল ১১৫ টাকা থেকে ১২০ টাকা, চিকন মসুর ডাল ১২৫-১৩০ টাকা, মোটা মসুর ডাল ১১০-১২০ টাকা, দেশী ছোলার ডালের দাম ১৫০ টাকা, খেসাড়ির ডাল ১০০-১১০ টাকা, মটর ডাল ১২৫-১৩০ টাকা, মাসকলাইয়ের ডাল ১৮৫ টাকা প্রতি কেজি হিসেবে বিক্রি হচ্ছে। অন্যদিকে প্রতি কেজি চিনি ১২৮ থেকে ১৩০ টাকা, খোলা আটা ৪০ টাকা, প্যাকেট আটা ৪৫-৫০ টাকা, বোতলজাত সয়াবিন ১৬৭ টাকা লিটার, খোলা সয়াবিন ১৮০ থেকে ১৯০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৭০ টাকা ও দেশী পেঁয়াজ ১৩৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। প্রতিহালি ডিম বিক্রি হচ্ছে ৪৫ টাকা।
সবজি বিক্রেতা হাইউল জানান, শীতের সবজি বাজারে আসার কারণে দাম কিছুটা কমেছে। ঘিওন বেগুন ৭০ টাকা টাকা, ইরি বেগুন ৫০-৬০ টাকা, মুলা ৩৫-৪০ টাকা, নতুন আলু ৯০ টাকা, পুরাতন আলু ৮০ টাকা, পটোল ৪০ টাকা, পেঁপে ৩৫-৪০ টাকা, মিষ্টি কুমড়া ৫০, টমেটো ১২০ টাকা, কাঁচামরিচ ৬৫ টাকা, দেশী করলা ৮০ টাকা, বরবটি ৬০-১৬০ টাকা, শিম ৫০ টাকা, ফুলকপি ৫০ টাকা, পাতাকপি ৪০ টাকা, কাঁচকলা ৪৫ টাকা া কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া লাউ ও কুমড়ার জালি প্রতিটি বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়।
এদিকে মাছ বিক্রেতারা জানান, কৈ ৩২০ টাকা, পুঁটি ২৫০ টাকা থেকে ৩০০ টাকা, আইড় সাইজ ভেদে ৪০০-১২০০ টাকা, সিং মাছ ৪০০ টাকা, নদীর আঙ্গুল সাইজের চিংড়ি ১০০০ টাকা, বাগদা চিংড়ি ৮০০ টাকা, সিলভারকাপ ২০০ টাকা, জাপানি রুই ২৬০ টাকা-৩০০ টাকা, পাবদা ৩৫০ টাকা, ছোট রুই ২৪০ টাকা, ছোট মিড়কা ২২০ টাকা, খরি ২৫০ টাকা, ব্রিগহেড ২০০ টাকা, বড় রুই ৩০০-৪২০ টাকা, আইড় ১ হাজার ১০০ টাকা, ইলিশ ৯০০-২০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এদিকে মুরগি বিক্রেতা শরিফুল ও জিলহাজ জানান, গত সপ্তাহের থেকে এ সপ্তাহে দেশী মুরগির দাম কমেছে। বর্তমানে দেশী মুরগি বিক্রি হচ্ছে ৪৬০ টাকা, সোনালি বা পাকিস্তানি ২৫০-২৬০ টাকা, লাল লেয়ার ২৭০-২৮০ টাকা এবং ব্রয়লার ১৬০-১৭০ কেজি দরে বিক্রি হচ্ছে টাকা।
অন্যদিকে মাংস বিক্রেতা সেলিম জানান, ভালো মানের গরুর মাংস ৭০০-৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।