Last Updated on সেপ্টেম্বর ২০, ২০২৪ by
সপ্তাহের বাজারদর : ঊর্ধ্বমুখী মুরগির দাম
চাঁপাইনবাবগঞ্জের বাজারে সবধরনের মুরগির দাম উর্ধ্বমুখী রয়েছে। সরবরাহ কম থাকায় দাম বাড়ার কারণ বলে বিক্রেতারা জানিয়েছেন। অন্যদিকে সব ধরনের চালসহ নিত্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে।
শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।
মুদি দোকানদার শামীম জানান, গত সপ্তাহের মতনই রয়েছে চালের দাম। জিরাশাইল প্রতি কেজি ৬৫ টাকা, আটাশ ধানের চাল প্রতি কেজি ৬০-৬২ টাকা, স্বর্ণা ধানের চাল ৫২-৫৪ টাকা, মিনিকেট ৭০ টাকা, আতপ ১২০-১২৫ টাকা বিক্রি হচ্ছে।
তিনি জানান, ডালের দাম আগের মতনই রয়েছে। মসুর ডাল দেশী মসুর ডাল ১২৫-১৩০ টাকা, মোটা মসুর ডাল ১১০ টাকা, দেশী ছোলার ডাল ১৪৫ টাকা, খেসাড়ির ডাল ১০০-১১০ টাকা, মটর ডাল ১২০-১৩০ টাকা, মাসকলাইয়ের ডাল ১৯০ টাকা প্রতি কেজি হিসেবে বিক্রি হচ্ছে। খোলা গমের আটা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০-৪২ টাকা, প্যাকেটজাত আটা বিক্রি হচ্ছে ৪৬-৪৮ টাকা, বোতলজাত সয়াবিন ১৬৭ টাকা ও খোলা সয়াবিন ১৬২ টাকা লিটার, চিনি ১২০-১২৫ টাকা এবং দেশী পেঁয়াজ ১১৫-১২০ টাকা এবং ভারতীয়টা ১০০-১০৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
অন্যদিকে সবজি বিক্রেতারা জানান, বেগুন ৬০-৭০ টাকা, পেঁপে ২৫-৩০ টাকা, পটোল ৩০-৪০ টাকা, কাঁচামরিচ ১৮০-২০০ টাকা, করলা ৭০-৮০ টাকা, কচু ৬০ টাকা, কাঁচকলা ৬০-৭০ টাকা, ঢেঁড়শ ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, আলু ৫৫ টাকা থেকে ৬৫ টাকা, কাঁকরোল ৫০-৬০ টাকা, কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কুমড়াজালি প্রতি পিস ৪০ টাকা ও লাউ ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে। আর ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৫২ টাকায়।
এদিকে মুরগি বিক্রেতা আলম জানান, দেশী মুরগি ৪৬০-৪৭০ টাকা, ব্রয়লার মুরগি ১৬৫-১৭০ টাকা, প্যারেন্স ২৮০ টাকা থেকে ৩০০ টাকা, সোনালি মান ও ওজন ভেদে ২২০-৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।