বুধবার, ২৫ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ২, ২০২৫ by

সপ্তাহের বাজারদর : আটাশ চালের দাম ১২ টাকা কমেছে

চাঁপাইনবাবগঞ্জে নতুন বোরো ধানের চাল বাজারে আসতে শুরু করেছে। পাইকারি বাজারে নতুন ২৮ জাতের চালের দাম কেজিতে ১২ টাকা কমে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৪ টাকয়। অন্যদিকে পেঁয়াজ প্রতি কেজি ৫৫-৬০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া আটা-ময়দাসহ সকল প্রকার শাক-সবজি, মাছ-মাংসের দাম গত সপ্তাহের মতোই রয়েছে।
শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের নিউমার্কেট কাঁচাবাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।
শহরের পুরাতন স্টেডিয়াম মার্কেটে আনোয়ার অটোরাইস মিলের শোরুমের ম্যানেজার কাওসার আলী রুবেল জানান, আটাশ ধানের নতুন চাল বাজারে আসতে শুরু করেছে। দামও কমেছে কেজিতে ১২ টাকা। বর্তমানে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬৪ টাকায়। এছাড়া পাইজাম বিক্রি হচ্ছে ৬০ টাকা, মিনিকেট বিক্রি হচ্ছে ৮৬ টাকা কেজি দরে।
নিউ মার্কেটের আব্দুর রহমান বাবু জানান, গত সপ্তাহে ভালো মানের দেশী পেঁয়াজের দাম ছিল প্রতি কেজি ৫৫-৬০ টাকা। বর্তমানে একই দরে বিক্রি হচ্ছে। তিনি জানান, জিরাসাইল চাল প্রতিকেজি ৮৫-৮৬ টাকা, মিনিকেট চাল ৮৮-৯০ টাকা, সাদা স্বর্ণা ৫০-৫২ টাকা, লাল স্বর্ণা ৫৬-৫৮ টাকা, ৬৩ ধানের চাল বিক্রি হচ্ছে ৯০ টাকা, পুরাতন আটাশ চাল বিক্রি হচ্ছে থেকে ৭৫-৮০ টাকা। চিনি প্রতিকেজি ১১৫-১১৭ টাকা, মসুর ডাল ১৪০ টাকা, দেশী ছোলার ডালের দাম ১৪০ টাকা, খেসাড়ির ডাল ১২০ টাকা, মটর ডাল ১৪০ টাকা, মাসকলাইয়ের ডাল ১৮০ টাকা ও মুগ ডাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৮০ টাকা। আর ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৪২ থেকে ৪৪ টাকায়। তিনি আরো জানান, খোলা আটা ৩৮-৪০ টাকা ও প্যাকেট আটা ৪৫-৫০ টাকা কেজি, এক লিটারের বোতলজাত সয়াবিন ১৮৯ টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে সবজি বিক্রেতা তাইফুর রহমান জানান, বেগুনের দাম মানভেদে প্রতি কেজি ৬০-৬৫ টাকা, পটোল ১০ টাকা কমে বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, পেঁপে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৫০ টাকা, ঢেঁড়শ ৫০ টাকা, দেশী করোলা ৬০ টাকা, শসা ৫০-৬০ টাকা, টমেটো ৪০ টাকা, আলু বড়টা ১৮ টাকা, গোল লাল আলু ২৫ টাকা, দেশী সজনে ডাঁটা ১২০ টাকা, কাঁচকলা ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০-৪০ টাকা, প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৩০-৩৫ টাকা ও চাল কুমড়া ৪০ টাকা, ডাঁটা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০-৫০ টাকায়।
এদিকে মাছ বিক্রেতারা জানান, মাছের দাম গত সপ্তাহের মতোই রয়েছে।
মুরগি বিক্রেতা জহুরুল জানান, দেশী মুরগির দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫৬০-৫৭০ টাকা। সোনালি বা পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে ২১০-২৩০ টাকা, লাল লেয়ার ৩০০ টাকা, সাদা লেয়ার ২৪০ টাকা, প্যারেন্স মুরগি ২৬০-২৮০ টাকা এবং ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি।
অন্যদিকে মাংস বিক্রেতারা জানান, ভালো মানের গরুর মাংস ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া ছাগলের মাংস ৯০০-১১০০ টাকা এবং ভেড়ার মাংস ১০০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

About The Author

শেয়ার করুন