মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on ফেব্রুয়ারি ২৭, ২০২৫ by

সপরিবারে ‘মান্নাত’ ছাড়ছেন শাহরুখ!

মুম্বাই গেলেই বলিউড বাদশাহ শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’। প্রতিদিনেই দেখা যায় অভিনেতার বাড়ির সামনে অসংখ্য ভক্ত-অনুরাগীদের ভিড়। এবার সেই ‘মান্নাত’ ছাড়ছেন বাদশাহ। খুব শিগগির নাকি সপরিবার ঠিকানা বদল করবেন তিনি। বান্দ্রায় সমুদ্রমুখী সেই বাড়ি থেকে বেরিয়ে মুম্বাইয়ের পালি হিলের আবাসনে গিয়ে উঠবেন শাহরুখ ও তার পরিবার। সম্প্রতি এই বিলাসবহুল বাসস্থান ভাড়া নিয়েছেন বাদশাহ। কিন্তু কেন হঠাৎ ‘মান্নাত’ থেকে বিদায় নিচ্ছেন শাহরুখ? জানা গেছে, মান্নাতের অন্দরসজ্জা নাকি একেবারে বদলে যাবে। সেই সংক্রান্ত কাজ শুরু হবে বাড়িতে। তাই আপাতত ওই বাড়ি ছেড়ে পালি হিলের বাড়িতে থাকবে খান পরিবার। আগামী মে মাস থেকে শুরু হবে মান্নাতের কাজ। টানা দুই বছর ধরে বাড়ির কাজ চলবে। মান্নাতে নাকি আরও দুটি তলা যোগ করা হবে। এর জন্য প্রশাসনের তরফ থেকে গৌরী খান অনুমতিও নিয়ে রেখেছেন ২০২৪ সালে। যতদিন মান্নাতে কাজ চলবে, ততদিন পালি হিলের বাড়িতেই সংসার পাতছেন এ তারকা দম্পতি। পালি হিলের সেই আবাসনের চারটি তলা ভাড়া নিয়েছেন শাহরুখ ও গৌরী। বছরে ২.৯০ কোটি টাকা ভাড়া দিতে হবে নতুন বাসার জন্য। এই খবরে মন ভেঙেছে ভক্ত-অনুরাগীদের। প্রায়ই মান্নতের ছাদ থেকে ভক্তদের দেখা দেন শাহরুখ খান। হাত নাড়েন তাদের উদ্দেশ্যে। সেই ইচ্ছা আপাতত পূরণ হবে না অনুরাগীদের। উল্লেখ্য, এ মুহূর্তে বলি বাদশাহ ব্যস্ত তার আসন্ন সিনেমা ‘কিং’ নিয়ে। এ সিনেমাতেই প্রথমবার শাহরুখকন্যা সুহানা খানকে বড়পর্দায় অভিনয় করতে দেখা যাবে।

About The Author

শেয়ার করুন