সন্তানদের সোনার মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদেরই : জেলা প্রশাসক

22

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলাদেশ গড়ে তোলার স্বপ্নদ্রষ্টা ছিলেন। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সে স্বপ্ন বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছেন। আজকে দেশের অনেক উন্নয়ন হয়েছে। আমাদের এই দেশ এখন অনেক উন্নত। তাই দেশকে আরো এগিয়ে নিতে আমাদের সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলতে হবে। বঙ্গবন্ধুর আদর্শে ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে তুলতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য সোনার মানুষ চেয়েছিলেন। আর সেই সোনার মানুষ হিসেবে আমাদের সন্তানদেরকে গড়ে তোলার দায়িত্ব আমাদেরই।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কথা বলেন। মঙ্গলবার সকালে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে জেলা ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
জেলা প্রশাসক বলেন, আমরা আমাদের সন্তানদেরকে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক থেকে সর্বদা দূরে রাখব। যারা এসবের সাথে জড়িত, তারা কখনই দেশের মঙ্গল চান না। তাই এসব দেশদ্রোহী কাজে যেন কেউ কোনোভাবেই না জড়িয়ে পড়ে সেদিকে আমাদের বিশেষ দৃষ্টি রাখতে হবে। আমাদের সন্তানরাই হবে এ দেশের উজ্জ্বল ভবিষ্যৎ। দেশের কল্যাণেই তারা যেন সর্বদা নিয়োজিত থাকে সেভাবেই তাদেরকে গড়ে তুলব। তিনি আরো বলেন, আমরা যে যেখানে কাজ করি, প্রত্যেকে সেই জায়গায় সঠিকভাবে কাজ করে যাব। দেশের যেন কোনো ক্ষতি না হয়, সেভাবেই কাজ করে যাব। তাহলেই দেশের উন্নয়ন ঘটবে ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে। আমরা সুন্দর একটা দেশে সুন্দরভাবে বসবাস করতে পারব।
জেলা শহরের সার্কিট হাউস এলাকায় জেলা ইসলামিক ফাইউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আবুল কালাম। বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব রুহুল আমিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর আলোচনা করেন সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সমাজসেবক মো. মাহফুজুর রহমান বেঞ্জু।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান খানসহ জেলা ও উপজেলা পর্যায়ের ইসলামিক ফাউন্ডেশনের ইমাম ও শিক্ষকরা। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের মাস্টার ট্রেইনার মাওলানা মো. তরিকুল ইসলাম।
শেষে রচনা ও হেফজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।