সন্তানদের নজরে রাখুন : বক্সিং ট্যালেন্ট হান্ট ক্যাম্পের উদ্বোধনে পুলিশ সুপার

9

চাঁপাইনবাবগঞ্জে শেখ রাসেল বক্সিং ট্যালেন্ট হান্ট ক্যাম্প-২০২৩ শুরু হয়েছে। রবিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এই ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বক্সিং একাডেমির সভাপতি পুলিশ সুপার মো. ছাইদুল হাসান।
এসময় তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা শিশু-কিশোর সন্তানদের হাতে মোবাইল দিবেন না, তাদেরকে নজরে রাখবেন, তারা যেন নষ্ট না হয়, যেন মাদক স্পর্শ না করে। খোলাধুলার পাশাপাশি তাদের লেখাপড়াও যেন ঠিকমতো করে, সেদিকেও খেয়াল রাখবেন। তিনি বলেন- আমি জেনেছিলাম চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে আমের রাজধানী। কিন্তু এখানে এসে দেখলাম ক্রীড়া ক্ষেত্রেও এই জেলা অনেক উন্নত। আমি বিশ^াস করি, আমাদের এই শিশু-কিশোররা একদিন অলিম্পিকে খেলে স্বর্ণ জয় করবে। এসময় তিনি ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে পৃষ্ঠপোষকতা করার ঘোষণা দেন।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা বক্সিং একাডেমির সহসভাপতি রফিকুল ইসলাম ও অধ্যক্ষ আতিকুল ইসলাম, জেলা জাসদের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বক্সিং একাডেমির সাধারণ সম্পাদক রাজু আহমেদ।
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশনের উদ্যোগে তৃণমূলে বক্সার তৈরির লক্ষে ১০ দিনব্যাপী এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এই ক্যাম্পের ব্যবস্থাপনায় রয়েছে জেলা বক্সিং একাডেমি ও জেলা ক্রীড়া সংস্থা। শিশু-কিশোররা এই ক্যাম্পে অংশ নিচ্ছে।