সদর মডেল থানা পুলিশের অভিযান : ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত উদ্ধার, দুজন গ্রেপ্তার

24

অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত টিপু সুলতান (২৭) নামের একজনকে উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। সেই সঙ্গে অপহরণে জড়িত থাকার অভিযোগে আপন দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেনÑ সদর উপজেলার চরঅনুপনগর স্কুলপাড়ার নজরুল ইসলামের ছেলে মো. আলমগীর হোসেন (৩১) ও মো. শামিম হোসেন (২৫)।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, সদর উপজেলার অনুপনগর ইউনিয়নের চরঅনুপনগর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে টিপু সুলতানের সঙ্গে আলমগীর ও শামীমদের মধ্যে টাকা লেনদেনকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলছিল। এর জেরে গত শনিবার আলমগীর ও শামীমসহ আরো কয়েকজন টিপু সুলতানকে অপহরণ করে গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট এলাকায় নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় টিপু সুলতানের মা মোসা. ঝর্না বেগম (৫০) বাদী হয়ে সদর মডেল থানায় এজাহার দাখিল করেন।
ওসি বলেন, এজাহার পাবার পর পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনায় চরঅনুপনগর, গোদাগাড়ীসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। অভিযান চলাকালে অপহরণকারীরা কয়েকবার তাদের অবস্থান পরিবর্তন করে। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় আলমগীর ও শামীমকে গোদাগাড়ীর স্লুইসগেট এলাকা থেকে গ্রেপ্তার এবং অপহরণ হওয়া টিপু সুলতানকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।