শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ২৯, ২০২৫ by

সদর থানা পুলিশের অভিযানে চোরাই ১০টি মোটরসাইকেল উদ্ধার, একজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ১০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এছাড়া মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. বারিকুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার যুবক জেলার শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের মো. আকালুর ছেলে।
গত শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।
ওয়াসিম ফিরোজ জানান, ২৮ জুন ভোরে গোপন সংবাদের ভিত্তিতে এসআই হরেন্দ্রনাথ দেবদাশের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল জেলার সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকায় একটি আমবাগানের মধ্যে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে মো. বারিকুল ইসলামকে ধরে ফেলে এবং অন্যরা পালিয়ে যায়। পরে বারিকুল ইসলামের হেফাজতে থাকা রেজিস্ট্রেশনবিহীন একটি কালো-লাল রঙের ডিসকভার ডিটিএস ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
তিনি আরো জানান, মোটরসাইকেলের মালিকানা সংক্রান্ত বিষয়ে বারিকুলকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, বেশ কিছুদিন থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদরসহ অন্যান্য উপজেলায় এবং জেলার পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন সময়ে তার সহযোগীরাসহ কয়েকটি মোটরসাইকেল চুরি করেছে। তারা চোরাই মোটরসাইকেল বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে। ২৮ জুন ডিসকভার ডিটিএস ১২৫ সিসি মোটরসাইকেলটি বিক্রির উদ্দেশ্যে এই আমবাগানে নিয়ে আসে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, বারিকুল ইসলামকে জিজ্ঞাসাবাদে সে আরো জানা যায়, সে তার সহযোগীরাসহ বেশ কয়েকটি মোটরসাইকেল চুরি করে বিক্রির জন্য শিবগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় রেখেছে। পরে তার দেয়া এমন তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের আরো ৯টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ব্যাপারে সদর থানায় এসআই হরেন্দ্রনাথ দেবদাশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলাটির তদন্ত করছেন এসআই মো. এনামুল হক।

About The Author

শেয়ার করুন