চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলায় ৬টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণ কাজ এগিয়ে চলেছে। এর মধ্যে জেলা সদরে দুটি এবং শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলায় ১টি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এতে সবমিলিয়ে ব্যয় হবে প্রায় ৮০ কোটি টাকা। জেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্রে এসব তথ্য জানা গেছে।
মঙ্গলবার সদর উপজেলা মডেল মসজিদের প্রথম তলার ছাদ ঢালাই করা হয়েছে। সকালে এ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। এ-সময় চাঁপাইনবাবগঞ্জে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহসীন ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবুল কালাম উপস্থিত ছিলেন।
গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মহসীন ও জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবুল কালাম জানান, গত এপ্রিলে শিবগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম ছাদ ঢালাই করা হয় এবং সদরেরটি আজ (গতকাল) মঙ্গলবার হলো। এছাড়া জেলা পর্যায়ের মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রসহ নাচোল ও ভোলাহাট উপজেলার প্রথম ছাদ ঢালাই এ মাসের মধ্যেই সম্পন্ন হবে।
নির্বাহী প্রকৌশলী মো. মহসীন জানান, শিবগঞ্জ উপজেলায় ২৫ শতাংশ, সদর ২০, নাচোল ও ভোলাহাট ১৫, গোমস্তাপুর ৩ ও জেলা পর্যায়েরটির ১৫ শতাংশ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে জেলা পর্যায়েরটি হবে ৪ তলা বিশিষ্ট ও উপজেলা পর্যায়েরগুলো হবে ৩ তলা বিশিষ্ট। করোনা পরিস্থিতির কারণে নির্মাণ কাজ ব্যাহত হয় বলে তিনি জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী দেশের সকল জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলায় নির্মিত হচ্ছে এই ৬টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র। যেখানে থাকবে ইমাম ও হাজিদের প্রশিক্ষণ কেন্দ্র, মক্তব ও হেফজখানা, ইসলামিক লাইব্রেরি, নারীদের আলাদা নামাজের ব্যবস্থা, মাল্টিমিডিয়া সমৃদ্ধ সম্মেলন কক্ষ, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, গাড়ি পার্কিং ইত্যাদি।