বাংলাদেশ আওয়ামী লীগ, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সভা গতকাল শনিবার বিকাল ৫টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেনÑ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ, কমিটির সদস্য ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।
সভায় সদর উপজেলা আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ, যেসব ইউনিটের কমিটি নেই, সেসব ইউনিটের কমিটি গঠন করতে ৩ সদস্য বিশিষ্ট মনিটরিং কমিটি গঠন করা হয়।
সভায় আরো বক্তব্য দেনÑ সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রফিকুল ইসলাম, হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ আতিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মেসবাহুল জাকের, সদস্য সাজাহান আলিসহ অন্য নেতৃবৃন্দ।
আলোচনা শেষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের এবং দেশের মঙ্গল কামনা করে দোয়া করা হয়। পরে ইফতারির আয়োজন করা হয়।