সদর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় মাস্ক পরিধানের ওপর গুরুত্বারোপ

18

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে উপজেলার নির্বাহী অফিসার ইফফাত জাহান করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
সকাল ১০টায় অনুষ্ঠিত মাসিক এ সভায় উপজেলার আইনশৃঙ্খলার চলতি মাসের পরিস্থিতি তুলে ধরে বিজিবির প্রতিনিধি জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি রয়েছে।
এছাড়া বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং বিষয় নিয়ে আলোচনা এবং এসব প্রতিরোধে ৯৯৯ এ অথবা সদর মডেল থানার সাথে তাৎক্ষণিক যোগাযোগ করার অনুরোধ জানান সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন। সদস্যরা এ মাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকায় সন্তোষ প্রকাশ করেন।
সভার আলোচনায় আরো অংশ নেন কমিটির সদস্য ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাঈমা খান, জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতারসহ কমিটির বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিজিবি প্রতিনিধি, শিক্ষকসহ অন্যান্য কমিটির সদস্যরা।