চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান।
মাসিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন। মাদক বিষয়ক তথ্য তুলে ধরেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ইলিয়াস হোসেন।
ইউনিয়ন পর্যায়ে মাসিক অঅইনশৃঙ্খলা কমিটির সভার কার্যবিবরণী উপজেলা নির্বাহী অফিসারের কাছে জমা দেয়ার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের বলেন ইফফাত জাহান।
সভায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সায়রা বেগমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, এপ্রিল মাসে জেলায় বিভিন্ন ধরনের মামলা হয়েছে ৫১টি। এর মধ্যে গাড়ি চুরি ১টি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৫টি, অস্ত্র আইনে ১টি, চোরাচালান আইনে ২টি, শিশু নির্যাতন দমন আইনে ১টি, নারী নির্যাতন দমন আইনে ৪টি উল্লেখযোগ্য। বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে ১২৬ জনকে।
সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের প্রতিনিধি, শিক্ষকসহ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন।