সদর উপজেলায় আউশ প্রণোদনা পাচ্ছেন ৩৫০০ কৃষক

19

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় তালিকাভুক্ত ৩ হাজার ৫০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাচ্ছেন সরকারের কৃষি প্রণোদনা হিসেবে বিনামূল্যের বীজ ও রাসায়নিক স্যার। মঙ্গলবার এসব প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
কৃষি অফিসের খরিপ-১/২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ধান আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে এ প্রণোদনা দেয়া হচ্ছে।
উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনোভা জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের সাড়ে ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক সরকারের বিনামূল্যে রাসায়নিক সার ও উফশী জাতের আউশ ধান বীজ পাবেন। প্রতিজন কৃষক প্রতি বিঘা জমিতে আবাদের জন্য পাবেন ৫ কেজি ধান বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার। আজ (গতকাল) মঙ্গলবার শাহজাহানপুর ও চর অনুপনগর ইউনিয়নের কৃষকদের মাঝে এই সার বীজ বিতরণ করা হয়েছে। আগামী ২৭ এপ্রিল পর্যন্ত প্রতিদিন ২টি করে ইউনিয়নের কৃষক তালিকাভুক্ত কৃষকদের মাঝে বিতরণ করা হবে বলে তিনি জানান।
গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে বিতরণকালে উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান, উপজেলা কৃষি অফিসার কানিজ তাসনোভাসহ উপজেলা কৃষি অফিসের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।