চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলায় ২০২১-২২ অর্থবছরে উপজেলা উন্নয়ন তহবিলের আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্লাস্টিকের উঁচু-নিচু বেঞ্চ প্রদান করা হয়েছে। এর মধ্যে নরেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়কে ৫ জোড়া এবং আমনুরা মিয়াপাড়া নূরানী মাদরাসা, আলীনগর উচ্চ বিদ্যালয়, বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর সুপিরিয়র স্কুল ও বেহুলা বালিকা উচ্চ বিদ্যালয়কে ৪ জোড়া করে এই বেঞ্চ প্রদান করা হয়।
বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে প্রতিষ্ঠান প্রধানদের কাছে বেঞ্চগুলো হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহানসহ অন্যরা।