Last Updated on সেপ্টেম্বর ১৯, ২০২৪ by
সদর উপজেলায় মাসকলাই বীজ ও সার পাচ্ছেন ১৯০০ কৃষক
চাঁপাইনবাবগঞ্জে সদর উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ১ হাজার ৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পাচ্ছেন এক বিঘা জমিতে আবাদের জন্য ৫ কেজি মাসকলাই বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার।
২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে মাসকলাই ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষে তাদের মধ্যে বিনামূল্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কার্যালয় এই বীজ ও সার বিতরণের আয়োজন করে।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা পরিষদ সংলগ্ন উপজেলা কৃষি অফিস চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। এসময় সদর উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনিসুল হক মাহমুদসহ অন্যরা।