শুক্রবার, ২০ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ২৪, ২০২৫ by

ইউনিয়ন পরিষদ সদস্যগণদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় গ্রাম আদালতকে শক্তিশালী করতে ইউনিয়ন পরিষদ সদস্যদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। শনিবার সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আবারো দুদিনের গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। এবারের প্রশিক্ষণে সদর উপজেলার দেবীনগর, আলাতুলী, শাহাজাহানপুর ও চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্যগণ অংশ নিচ্ছেন।
প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (অ. দা.) ও সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা।
প্রশিক্ষণ কর্মশালাটি ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় স্থানীয় সরকারের পরিচালক পারভেজ রায়হান। সেশন পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিস কাঞ্চন কুমার দাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া ও সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের উপজেলা সমন্বয়কারী হুমায়ূন কবির ও নূরজামাল।
২০০৯ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্থানীয় বিচার ব্যবস্থাকে শক্তিশালী করতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ও ইউরোপিয় ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাংলাদেশে গ্রামআদালত সক্রিয়করণ প্রকল্পটি চালু করে। প্রকল্পটি শুরুর পর থেকে তৃণমূল পর্যায়ে দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বিশেষ করে নারী ও পিছিয়ে পড়া মানুষের ন্যায়বিচার সহজলভ্য করে লাখ লাখ মানুষের জীবনকে পরিবর্তন করে চলেছে।

About The Author

শেয়ার করুন