Last Updated on অক্টোবর ৩১, ২০২৪ by
সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভাসহ অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভাগুলো অনুষ্ঠিত হয়।
আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাছমিনা খাতুন।
সভায় সেপ্টেম্বর মাসের আইনশৃঙ্খলা বিষয়ক তথ্য তুলে ধরেন সদর থানার এসআই কবির হোসেন। এছাড়া মাদকদ্রব্য অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের কার্যক্রম তুলে ধরেন পরিদর্শক ইলিয়াস হোসন তালুকদার। অন্যান্য দপ্তর প্রধানগণ তাদের কার্যক্রম তুলে ধরেন।
সভায় বাল্যবিয়ে, মাদক, ইভটিজিংসহ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেয়া হয়। সেই সঙ্গে সংশ্লিষ্ট কমিটিগুলোকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
পরে উপজেলা পরিষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোছা. তাছমিনা খাতুন। সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে একই স্থানে অন্যান্য কমিটির সভাও অনুষ্ঠিত হয়।