সদরে ৬ ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষে ছাগল প্রদান

21

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬ জন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষে ৩টি করে ছাগল প্রদান করা হয়েছে। সেই সঙ্গে ছাগলের খাদ্য হিসেবে ৬ কেজি করে গম ও ৪ কেজি করে গমের ভূষি প্রদান করা হয়। সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ছাগল ও ছাগলের খাদ্য প্রদান করা হয়।
রবিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিস এসব বিতরণের আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান তসিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, উপজেলা সমাজসেবা অফিসার নাসির উদ্দিনসহ অন্যরা।
আয়োজকরা জানান, দেশে দারিদ্র্য নিরসনে সরকারের অঙ্গীকার বাস্তবায়ন এবং ভিক্ষাবৃত্তির মতো অমর্যাদাকর পেশা থেকে মানুষকে নিবৃত করার লক্ষে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের জন্য সরকার উদ্যোগ গ্রহণ করে এবং সরকারের রাজস্ব খাতের অর্থায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয় ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক কর্মসূচি গ্রহণ করে। এর অংশ হিসেবে ছাগলগুলো প্রদান করা হলো।