বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on ডিসেম্বর ৮, ২০২৪ by

সদরে বোরো বীজ পাচ্ছেন ২০২০ জন কৃষক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ পাচ্ছেন ২০২০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উচ্চ ফলনশীল বোরো ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে বিনামূল্যে এই ধান বীজ বিতরণ করা হচ্ছে। আজ সোমবার বিতরণ শেষ হবে।
রবিবার বিকেলে এই বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। প্রত্যেক কৃষককে ২ কেজি করে এই বীজ দেয়া হচ্ছে।
উদ্বোধনকালে সদর উপজেলা কৃষি অফিসার সুনাইন বীন জামান জানান, এই বীজ থেকে প্রতি বিঘায় ৪০ মণের উপর ধান উৎপন্ন হয়। বীজতলায় চারার বয়স ২৫-৩০ দিন এবং রোপণের পর ধান পাকার সময়কাল ১৩০-১৩৫ দিন।
উপজেলা কৃষি অফিস আয়োজিত বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ, উপজেলা যুব উন্নয়ন অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এলিজা খাতুন, অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল আলিমসহ অন্যরা।

About The Author

শেয়ার করুন