রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাবান, ১৪৪৬ হিজরি

Last Updated on জানুয়ারি ১৫, ২০২৫ by

সদরে পারগানা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পারগানা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার দুপুরে সদর উপজেলার আতাহার যুগিডাইং কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় গ্রামের মাঞ্জি, যুব ও মহিলা প্রতিনিধি এবং নেতৃস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় আদিবাসীদের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। আদিবাসী নেতা কর্নেলিউস মুরমুর সঞ্চালনায় ও লুথাবেন চার্চের সাবেক জিএস আমিন হেমব্রমের সভাপতিত্বে বক্তব্য দেন- সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট প্রভাত টুডু, গ্রামের মড়ল সম হেমব্রম, বিলবৈঠা আদিবাসী স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন টুডু, এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমু, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, দৈনিক কালবেলার চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আবুল হায়াত শাহিন, রেডিও মহানন্দার প্রযোজক নয়ন আলীসহ অন্যরা।
সভায় সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট প্রভাত টুডু বলেন, এখনো আদিবাসীদের ওপর নির্যাতন নিপীড়ন চলছে। কোনো কোনো জায়গায় তাদের বসতবাড়ি দখল করার পাঁয়তারা করছেন কিছু লোক। তাদের দিঘীর মাছগুলো ধরে নিয়েছে। মহানইল গ্রামে কিছু আদিবাসীর জমি কেড়ে নেয়ার জন্য চেষ্টা করছে।
আলোচনা সভায় বক্তারা আরো বলেন, চাঁপাইনবাবগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে আদিবাসীরা স্থানীয় প্রভাবশালীদের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছেন। তাদের ভূমি বেদখল হয়ে যাচ্ছে। কেউ একা প্রতিবাদ করার সাহস করছে না। এই সংগঠনের মাধ্যমে এখন থেকে প্রতিবাদ জানাতে হবে। এজন্য সবাইকে সংগঠিত হতে হবে। এগুলোর প্রতিবাদ করতে হবে, তা না হলে আমাদের ওপর এই ধরনের নিপীড়ন-অত্যাচার চলতেই থাকবে।
আলোচনা শেষে আগামী ৩ বছরের জন্য কর্নেলিউস মুরমু, দানিয়েল হাঁসদা, স্টিফান সরেন, জিস্কেল মুরমু, মনিকা সরেন, শ্যামলী হাসদা ও লালু হেমব্রমকে নিয়ে ৭ সদস্যের চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পারগানা পরিষদের কার্যকরী এবং মদন হাঁসদা, অনিল হেমব্রম, মনোরঞ্জন টুডু, বার্নাবাস হেমব্রম ও যোহন হেমব্রমকে নিয়ে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
এই পরিষদ আদিবাসীদের ওপর জুলুম ও নির্যাতন প্রতিরোধ, আদিবাসীদের অধিকার রক্ষাসহ নানা বিষয়ে কাজ করবে।
উল্লেখ্য, উইকলিফ সুইজারল্যান্ড’র অর্থায়নে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র বাস্তবায়নে এই সভার আয়োজন করা হয়।

 

About The Author

শেয়ার করুন